যোগাযোগমন্ত্রী-ওবায়দুল-কাদের1_2

দৈনিকবার্তা-ঢাকা, ১১নভেম্বর: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ফিটনেসবিহীন যানবাহনের বিরম্নদ্ধে এবার সারাদেশে একযোগে আরো কঠোরভাবে অভিযান পরিচালনা করা হবে৷সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমি ধান্দাবাজি ও চান্দাবাজি করি না৷ অর্থাত্‍ আমি কাউকে ধান্দাবাজি ও চান্দাবাজি করার সুযোগ দেবো না৷ মন্ত্রীরা ধান্দাবাজ ও চাঁদাবাজ হলে তাদের আশপাশের লোকেরাও দুর্নীতিবাজ হয়৷

মন্ত্রী মঙ্গলবার স্থানীয় একটি হোটেলে বাংলাদেশে তৈরি প্রথম শীতাতপ নিয়ন্ত্রীত বাস, টাটা এলপি-৯০৯ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন৷সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন,আনফিট যানবযাহন উচ্ছেদ করতে এবার আমরা আট ঘাট বেঁধে নেমেছি৷ এ অভিযানের দরুণ রাজধানীতে কিছুটা যানবাহনের সংকট দেখা দিয়েছে৷তিনি বলেন,বাংলাদেশের রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) অভিযান তো আছেই৷ এবার আমি নিজে থেকেই সারাদেশে ফিটনেসবিহীন গাড়ির বিরম্নদ্ধে অভিযান পরিচালনার উদ্যোগ নেব৷ সড়কে আর কোন আনফিট যানবাহন কিংবা আনফিট ড্রাইভার, কোনটিই থাকতে পারবে না৷

এজন্য তিনি দুঃখ প্রকাশ করে বলেন,বড় কিছু অর্জন করতে গেলে ছোটখাটো ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবে৷ এ জন্য তিনি সবাইকে ধৈযর্্য ধরার আহ্বান জানান৷সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে ইতোমধ্যে রাজধানীতে ২শ’ বিআরটিসি বাস নামানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, গণপরিবহনের ঘটতি মোকাবেলায় বিভিন্ন রুটে আরো বিআরটিসি বাস চালু করা হবে৷নিটল মটরসের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমদেও সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন বাংলাদেশের রোড ট্রান্সপোর্ট অথরিটির সচিব মো. শওকত আলী এবং টাটা মটরসের কান্ট্রি হেড মুকুল মানিশ ৷ ওবায়দুল কাদের নাটোরের ভয়াবহ বাস দুর্ঘটনার উলেস্নখ করে বলেন, ফিটনেস বিহীন যান এবং আনফিট ড্রাইভার, এদুটি কারণেই এতগুলো মূল্যবান প্রাণ ঝড়ে গেছে৷ এখানে রাসত্মার কোন নির্মাণ ক্রুটি ছিল না৷তিনি ফিটনেসবিহীন গাড়িগুলো রাসত্মা থেকে সরিয়ে নেয়ার পর সৃষ্ট জনদুর্ভোগ লাঘবে নিটোল টাটাসহ আরো বড় বড় কোম্পানীগুলোকে ভালমানের পাবলিক ট্রান্সপোর্ট আমদানিতে এগিয়ে আসার আহবান জানান৷

নিটল মটরসের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমদ বলেন, প্রথমাবস্থায় ১শ’ এসি মিনিবাস নামানো হয়েছে৷এই গাড়ী বাংলাদেশে তৈরি প্রথম শীতাতপ নিয়ন্ত্রীত অত্যাধুনিক ও আরামদায়ক বাস৷ যা বাংলাদেশের উত্তপ্ত আবহাওয়ায় মানুষের আরামদায়ক চলাচল নিশ্চিত করবে৷ এই এসি বাসগুলো রাজধানী এবং শহরতলী এলাকায় চলাচল করবে৷ নিটোল মটরর্সের কর্মকর্তারা জানান, এল পি ৯০৯ এই অত্যাধুনিক জ্বালানি সাশ্রয়ী এই এসি বাসে রয়েছে ৩৭৮৩ সিসি এবং ৯০ হর্স পাওয়ার ইঞ্জিন, ৩৬ জনের আরামদায়ক প্রশসত্ম বসার ব্যবস্থা৷ এসির জন্য রয়েছে বিশেষভাবে তৈরী আলাদা ইঞ্জিন, জরম্নরী অবস্থায় বের হওয়ার জন্য জানালা এবং প্লাস খোলার ব্যবস্থাও রয়েছে৷

আব্দুল মাতলুব আহমদ বলেন, টাটা এসি বাস উদ্বোধনের পর থেকে বাংলাদেশের সবচেয়ে আর্কষণীয় শীতাতপ নিয়ন্ত্রীত বাস টাটা এলপি-৯০৯ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো৷ আন্তঃজেলা শহড়গুলোতে এ বাস চলাচল করবে৷আরো জানানো হয়, এই বাসে বসতে পারবেন ৩৬ জন৷ জ্বালানি সাশ্রয়ী এই গাড়িটি এক লিটার তেলে সর্বোচ্চ ৭ কিলোমিটার পর্যন্ত চলবে৷ গাড়িটিতে রয়েছে ১৬০ লিটার তৈল ধারণক্ষমতা৷এই গাড়ি বাংলাদেশে তৈরি প্রথম শীতাতপ নিয়ন্ত্রীত অত্যাধুনিক ও আরামদায়ক বাস, যা বাংলাদেশের উত্তপ্ত আবহাওয়ায় মানুষের আরামদায়ক চলাচল নিশ্চিত করবে৷