untitled-34_43303

দৈনিকবার্তা-ঢাকা, ১৩নভেম্বর: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, র্যাবের বিলুপ্তি চেয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আনত্মর্জাতিক সমপ্রদায়ের কাছে যে সহযোগিতা চেয়েছেন তা রাষ্ট্রদ্রোহিতার সামিল৷তিনি বলেন, খালেদা জিয়া একজন নির্ভরযোগ্য রাজনৈতিক নেতা নয় তার প্রমাণ মিলেছে৷ তিনি রাষ্ট্রবিরোধী, রাষ্ট্রের জনগণের শানত্মি-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে এভাবে সহযোগিতা চেয়ে বিশ্বের কাছে আমাদের প্রিয় মাতৃভূমিকে হেয় প্রতিপন্ন করেছেন৷

নানক বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা’র ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন৷বুধবার বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ২০ দলীয় জোট আয়োজিত কিশোরগঞ্জে এক জনসভায় যে মিথ্যাচার করেছেন তার প্রতিবাদ জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়৷

জাহাঙ্গীর কবির নানক বলেন, দেশবাসীকে কোন ধরনের দুর্ভোগে ফেলার চক্রানত্ম করবেন না৷ যদি করেন তার পরিণতি সুখকর হবে না৷ আইন সবার জন্যই সমান৷ সাবেক প্রধানমন্ত্রী হিসেবে যা খুশি বলবেন, আর করবেন তা কোন সভ্য সমাজেই কাম্য হতে পারে না৷ দেশবাসীর কাংখিত উন্নয়ন ও গণতান্ত্রিক অভিযাত্রাকে বাধাগ্রস্থ করার যে কোন ষড়যন্ত্র জনগণ দৃঢ়তার সাথে মোকাবিলা করবে৷ তিনি বলেন, জনজীবনে শানত্মি, নিরাপত্তা, অগ্রগতি নিশ্চিত করতে জনগণের ভোটে নির্বাচিত জনগণের কাছে দায়বদ্ধ সরকার যে কোন কঠোর পদক্ষেপ গ্রহণে শৈথিল্য প্রদর্শন করবে না৷ দেশবাসী তাদের অধিকার রক্ষায় সম্মিলিতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অব্যাহত ভাবে সর্বতো সমর্থন যুগিয়ে যাবে৷

তিনি বলেন,বেগম খালেদা জিয়া কিশোরগঞ্জে যে ভাষণ দিয়েছেন তা অগণতান্ত্রিক, অসংলগ্ন, অপ্রাসঙ্গিক৷ দেশের মানুষ যখন শানত্মিতে আছে, খালেদা জিয়া তখন অশানত্মিতে আছেন৷ তার অশানত্মির কারণ হচেছ ক্ষমতায় থেকে লুটপাট ও যুদ্ধাপরাধীদের রক্ষা করতে না পারা৷সংবাদ সম্মেলন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন৷