Dr. Hasab

দৈনিকবার্তা-ঢাকা, ১৪ নভেম্বর: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যে দলের জন্ম অবৈধভাবে ও ষড়যন্ত্রের মধ্য দিয়ে- তাদের কাছে জাতি ভাল কিছু আশা করে না৷ তাই ওই দল সব সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এটাই স্বাভাবিক৷ তারা দেশের উন্নয়ন চাইতে পারে না৷

তিনি শুক্রবার সেগুনবাগিচায় খাজা নিজামউদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন৷ ‘বর্তমান প্রেক্ষাপট ঃ চলমান রাজনীতি’ শীর্ষক এই আলোচনা সভায় সংগঠনের সহ-সভাপতি ড. ইনামূল হক সভাপতিত করেন৷ ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরম্নন সরকার রানা প্রমুখ আলোচনা সভায় বক্তব্য রাখেন৷বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, জনগণ থেকে বি”িছন্ন হয়ে তিনি আবোল-তাবোল কথাবার্তা ও প্রলাপ শুরম্ন করেছেন৷ বাংলার জনগণ তাদের আন্দোলনে সাড়া না দেওয়ায় বিএনপি এখন ইঁদুরের গর্তে লুকিয়ে আছে৷দেশ ও জনগণের বিরুদ্ধে বিএনপি এখনও ষড়যন্ত্র করছে দাবী করে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের একের পর এক ফাঁসির রায় ঘোষণা হওয়ায় বেগম জিয়া সরকারের বিরম্নদ্ধে উঠে পড়ে লেগেছেন৷ কী ভাবে এই সকল যুদ্ধাপরাধীদের রৰা করা যায়, এটাই এখন তার চিনত্মা৷

হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া যতোই চেষ্টা করম্নন না কেন, শেখ হাসিনাই জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন, আইনের শাসন প্রতিষ্ঠিত করেছেন, গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন৷ এই গণতন্ত্রকে আজ হত্যা করার জন্য খালেদা জিয়া যতো চেষ্টাই করম্নন- তা সফল হবে না৷ সঠিক সময়ে শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে৷তিনি বলেন, বিএনপির অবস্থা আজ মুসলিম লীগের চেয়েও খারাপ৷ আগামীতে নির্বাচন হলে- সে নির্বাচনেও বিএনপি অংশগ্রহণ করবে না৷ সব সময়ে ষড়যন্ত্রের মাধ্যমে পিছনের দরজা দিয়ে ঙ্মতায় আসাই তাদের লক্ষ্য৷

জনগণের শান্তি নষ্ট করলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে বলে হুশিয়ার করে দেন হাছান মাহমুদ তাকে মানসিক অসুস্থ অভিহিত করে তিনি বলেন, দেশের স্থিতিশীল পরিবেশ ও শান্তিশৃঙ্খলা ভঙ্গ করলে যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হবে৷ তিনি আরো বলেন, দেশবাসীর কাক্ষিত উন্নয়ন ও গণতান্ত্রিক অভিযাত্রাকে বাধাগ্রস্ত করার যে কোনো ষড়যন্ত্র জনগণ দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করবে৷ শান্তি, নিরাপত্তা ও অগ্রগতি নিশ্চিত করতে সরকার কঠোর সিদ্ধান্ত নিতে শৈথিল্য প্রদর্শন করবে না৷