nadhi_36098

দৈনিকবার্তা-ঢাকা, ১৬ নবেম্বর: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন,নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নিমর্াতা হিসেবে প্রস্তুত করতে বিশ্বমানের শিক্ষায় গড়ে তুলতে হবে৷তিনি বলেন, প্রচলিত গতানুগতিক শিক্ষায় নয়, বর্তমান যুগের সাথে সঙ্গতিপূর্ণ আধুনিক বিশ্বমানের শিক্ষা ও জ্ঞান প্রযুক্তিতে দক্ষ, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ এক পরিপূর্ণ মানুষ তৈরি করা আমাদের প্রধান লক্ষ্য৷শিক্ষামন্ত্রী রোববার রাজধানীর বঙ্গবন্ধু আনত্মর্জাতিক কনভেশন সেন্টারে বেসরকারী বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) এর তৃতীয় সমাবর্তনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন৷তিনি বলেন,এ লৰে জাতির ইতিহাসে প্রথম জাতীয় শিক্ষানীতি ২০১০ সমর্থন লাভ করেছে এবং তা বাসত্মবায়নের কাজ চলছে৷ নাহিদ বলেন,জ্ঞানচর্চা ও যুগের সাথে সঙ্গতিপূর্ণ আধুনিক শিক্ষায় গড়ে তুললে শিক্ষাথর্ীরা বিশ্বের সাথে তাল মিলিয়ে তাদের মেধার স্বাক্ষর রাখতে পারবে৷

বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞানচর্চা ,গবেষণা ও নতুন জ্ঞানচর্চার আলোকে গড়ে তুলতে হবে উলেস্নখ করে নাহিদ বলেন,এজন্য বিশ্ববিদ্যালয়ে যে ধরনের পরিবেশ ও পরিকল্পনা দরকার তা করেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও গুনগতমান বাড়াতে হবে৷বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সুন্দর,সকল বিশ্ববিদ্যালয়েকে পরিকল্পনা নিয়ে অব্যাহত ব্যবস্থা চালিয়ে যেতে হবে৷শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাথর্ীদেরকে দায়িত্বশীল ও দেশ সমর্্পকে দায়িত্বশীল ও দেশপ্রেমিক করে গড়ে তুলতে হবে৷ তাদের অর্জিত জ্ঞান ও সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের জীবনকে সার্থক করে তোলার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন৷

নুরুল ইসলাম নাহিদ বলেন ‘আমরা সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত শিক্ষাথর্ীদের মধ্যে কোন পার্থক্য করি না৷ তারা আমাদের সনত্মান এবং জাতির ভবিষ্যত৷’তিনি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আহবান জানিয়ে বলেন, দেশের বাসত্মবতার নিরিখে শিক্ষাথর্ীদের ভর্তি, টিউশন ফি সাধ্যের মধ্যে রেখে সকল শিক্ষাথর্ীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এগিয়ে আসতে হবে৷ সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন৷ স্বাগত বক্তব্য রাখেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান৷ বক্তৃতা করেন, ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস প্রেসিডেন্ট ড. কাজি আনিস৷

সৈয়দ শামসুল হক বলেন, শিক্ষা মানুষকে মানব হয়ে উঠতে সাহায্য করে৷ দেশ ও জাতির উন্নয়নে নিজেকে তৈরি করতে পারলেই মানুষের সার্থকতা ত্বরান্বিত হয়ে ওঠে৷উপাচার্য অধ্যাপক ইমরান রহমান বলেন, গুণগতমান সম্পন্ন শিৰার মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনের অংশদিার হবার চেষ্টা করে যাচ্ছি৷তিনি বলেন, শিৰার মাধ্যমে অজ্ঞতা থেকে মুক্তি ও ভবিষ্যত্‍ নির্ধারিত হয়৷অজ্ঞতা থেকে মুক্তির মাধ্যমেই অভাব, বেকারত্ব, দারিদ্র্যসহ বিভিন্ন সঙ্কট থেকে উত্তরণ সম্ভব৷এর আগে জাতীয় সঙ্গীতের মাধ্যমে সমাবর্তনের আনুষ্ঠানিকতা শুরু হয়৷

১ হাজার ৮০ জন গ্রাজুয়েট তৃতীয় সমাবর্তনে অংশ নেন৷ তার মধ্য থেকে বিজয়ীদের হাতে গোল্ড মেডেল তুলে দেন শিক্ষামন্ত্রী৷ গুনগত মানসম্পন্ন শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য ২০০৪ সালে রাজধানীর ধানমন্ডিতে গড়ে ওঠে ইউল্যাব৷ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন হয়েছিল ২০১২ সালে৷ সে সময় ৭০৪ জন গ্রাজুয়েট তাদের সনদ গ্রহণ করেন৷