14_149914

দৈনিকবার্তা-ঢাকা, ১৭নভেম্বর: ছাত্রদলের নতুন কমিটি পুনর্গঠন এবং বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুর বহিষ্কার চেয়ে নয়া পল্টনে বিক্ষোভ করেছে পদবঞ্চিতরা৷ এদিকে,নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে মুখোমুখি অবস্থানে অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা হয়েছিল নবগঠিত ছাত্রদল কমিটি ও পদবঞ্চিত নেতাদের মধ্যে৷ তবে পদবঞ্চিতদের মিছিল দেখে পদধারীরা সটকে পড়ায় তাদের মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷

বরং ছাত্রদলের নতুন কমিটির নেতারা পদবঞ্চিত নেতাকর্মীদের দাঁড়ানোর জন্য জায়গা করে দেন এবং নতুন কমিটির অনেক নেতাকর্মীকে নীরবে চলে যেতে দেখা যায়৷ এর আগে সকাল ৯টা থেকে একই স্থানে অবস্থান নিয়েছিলেন নবগঠিত কমিটির নেতারা৷ সোমবার দুপুর ১২টা থেকে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে মাত্র ৩০মিনিট সেখানে অবস্থান করেন পদবঞ্চিত নেতাকর্মীরা৷

এসময় তারা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে দল থেকে বহিষ্কার ও নবগঠিত কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার জন্য বিভিন্ন স্লোগানে মুখরিত করে নয়াপল্টনস্থ বিএনপির কার্যালয়৷পদবঞ্চিত নেতারা জানান, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে দল থেকে বহিষ্কার এবং ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে তাদের এই অবস্থান কর্মসূচি৷

সোমবার বেলা ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তারা নয়া পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন৷এ সময় তারা এ্যানি ও টুকুর বহিষ্কারের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন৷বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে তরিকুল ইসলাম টিটু, তরুন দে, ফেরদৌস হাসান মুন্না টওমুখ সাবেক নেতারা উপস্থিত ছিলেন৷ এদিকে পদবঞ্চিতরা আসতে পারেন এমন খবরে সকাল থেকেই ছাত্রদলের সভাপতি রাজি আহসানের নেতৃত্বে নেতাকর্মীরা কার্যালয়ের সামনে অবস্থান নেয়৷

তবে পদবঞ্চিতরা কার্যালয়ের সামনে এলে নতুন কমিটির নেতাকর্মীদের কার্যালয়ের চতুর্থ তলায় চলে যেতে দেখা যায়৷ পদবঞ্চিতদের এক নেতা মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, আমরা প্রতিদিন কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ করব৷ এরপর ২০ নভেম্বর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকীর পর আমরা নতুন কর্মসূচি দেব৷গত ১৪ অক্টোবর বিএনপির রাজিব আহসানকে সভাপতি ও আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেন৷

এরপর থেকেই পদবঞ্চিতরা নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করে আসছে৷ তারা দলের কার্যালয়ে হামলা ও প্রধান ফটকে স্থাপিত জিয়াউর রহমানের মু্যরাল ভেঙে ফেলে৷

এ ঘটনায় বিএনপির সাবেক ছাত্র নেতা আনিসুর রহমান খোকনসহ তিন জনকে দল থেকে বহিষ্কার করা হয়৷ এছাড়া আট জনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে৷

উল্লেখ্য, এর আগে ছাত্রদলের পুনর্গঠিত কমিটি নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছিল৷ পদবঞ্চিতরা এই কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে দ্রুত এই কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করে আসছেন৷এ বিষয়ে ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম টিটু বলেন,রোববার এ্যানী ও টুকুকে দল থেকে বহিষ্কার এবং ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে বিএনপির কার্যালয়ের সামনে আমাদের অবস্থান নেয়ার কথা ছিল৷কিন্তু আন্দোলনকে স্থগিত করার জন্য এ্যানী ও টুকু সুপরিকল্পিতভাবে তাদের সন্ত্রাসীদের দিয়ে বিএনপির কার্যালয়ের সামনে ৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পরিস্থিতিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করে৷ এর ফলে আমরা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নিতে পারিনি৷