34358_b

দৈনিকবার্তা-ঢাকা, ১৭নভেম্বর: জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক অঙ্গন বাংলাদেশকে এখন আর তলাবিহীন ঝুড়ি হিসেবে দেখছে না৷ রেমিট্যান্স, রপ্তানিসহ বিভিন্ন ক্ষেত্রেই বাংলাদেশ উন্নতি করছে৷ বিদেশি ফোরামে অংশ নিলে তারা অবাক হয়ে জানতে চায়, বাংলাদেশ বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও কীভাবে উন্নতি করে যাচ্ছে৷

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী বলেন, কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ)তে বাংলাদেশের বিজয় গণতন্ত্র ও জনগণের বিজয়৷ এই বিজয় বাংলাদেশের গণতন্ত্রকে আরো সুসংহত ও সুদৃঢ়, সুশাসন ও মানবাধিকার নিশ্চিত ও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন৷বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)’র প্রাক্তন সিন্ডিকেট সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী সিপিএ’র নির্বাহী কমিটির চেয়ারপারসন নির্বাচিত হওয়ায় তাঁর এই গৌরবময় অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷শহীদ ডা. মিলন হলে সোমবার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত৷

এতে শুভেচছা বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ সহিদুলস্না, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক এম ইকবাল আর্সলান, সার্জারি অনুষদের ডীন অধ্যাপক কনক কানত্মি বড়ুয়া, প্রিভেনটিভ এন্ড সোস্যাল মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক মোঃ শারফুদ্দিন আহমেদ৷স্বাগত বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিৰা) অধ্যাপক ডা. মোঃ রম্নহুল আমিন মিয়া৷ মানপত্র পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হারিসুল হক৷

অনুষ্ঠান পরিচালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোঃ সায়েদুর রহমান৷ অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যৰ অধ্যাপক ডা. মোঃ জুলফিকার রহমান খান, প্রক্টর অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপনসহ বিশ্ববিদ্যালয়ের শিৰক-রেসিডেন্ট ছাত্র, চিকিত্‍সক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন৷

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সিন্ডিকেট সদস্য ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ)’র নির্বাহী কমিটির চেয়ারপারসনওইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন(আইপিইউ)’র সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ৷বাংলাদেশের এ বিজয় গণতন্ত্র ও জনগণের বিজয়৷ এ বিজয় বাংলাদেশের গণতন্ত্রকে আরো সুসংহত, সুদৃঢ় এবং সুশাসন ও মানবাধিকার নিশ্চিতকরণ ও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে৷

তিনি বলেন, বর্তমান সংসদ সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যবৃন্দের সহযোগিতায় গণতন্ত্রকে এগিয়ে নিতে অত্যনত্ম কার্যকরী ভূমিকা রাখছে৷বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা, জলবায়ুর পরিবর্তনের ৰতিকর বিষয়গুলো মোকাবেলা করা, দেশকে ৰুধা ও দারিদ্র্য মুক্ত করা, নারী ৰমতায়ন নিশ্চিত করা ইত্যাদি কার্যক্রমেও বর্তমান সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে৷তিনি বলেন, সিপিএ হলো গণতান্ত্রিক বিশ্বের রাষ্ট্রসমূহের প্রতিষ্ঠান৷ যার নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ৷ এ বিজয় ও সাফল্যের মূলে রয়েছে বাংলাদেশেরই জনগণের ইতিবাচক ও কল্যাণধর্মী কর্মকান্ড৷

তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিত্‍সাসেবার পরিধি বৃদ্ধি ও উন্নয়ন কর্মকান্ডেরও ভূয়সী প্রশংসা করে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নতুন আইসিইউ চালু, এনআইসিইউ সম্প্রসারণ, অটিজম সেন্টার প্রতিষ্ঠা ইত্যাদি এই বিশ্ববিদ্যালয়ের চিকিত্‍সাসেবার পরিধি ও মান অনেক বৃদ্ধি করেছে৷ সীমিত বাজেটের মধ্য দিয়েও বর্তমান চিকিত্‍সক সমাজ ও সরকার মাতৃমৃতু্য ও শিশুমৃতু্য হ্রাসে অতুলনীয় ভূমিকা রেখে চলছেন৷ যা সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্যমাএা অর্জনেও বিশেষ ভূমিকা রাখছে৷ পাবলিক হেলথ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে রোগ হওয়ার পূর্বেই রোগ প্রতিরোধের দিকে আরো নজর দেয়ার উপর তিনি গুরম্নত্বারোপ করেন৷

সভাপতির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত আনত্মর্জাতিক অঙ্গনে বিভিন্ন সময়ে বাংলাদেশের গৌরবময় বিজয় ও অর্জনসমূহ তুলে ধরেন বলেন, এ বিজয় গণতন্ত্র, বাংলাদেশ জনগণ ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিজয়৷