dudok_357706272

দৈনিকবার্তা-ঢাকা, ১৮নভেম্বর: ভুয়া মুক্তিযোদ্ধা সনদ গ্রহণ ও সেটি ব্যবহার করে চাকরির মেয়াদ বাগানোর অভিযোগ অনুসন্ধানে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক (ডিজি) মো. শহিদুর রহমানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)৷ মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক সেলিনা মনির এই নোটিশ পাঠান৷ নোটিশে ২০ নভেম্বর সকাল ১০টায় শহিদুর রহমানকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে৷

দুদক সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা হিসেবে দাবিদার পানি উন্নয়ন বোডের্র ১৬০ জন কর্মকর্তার তথ্য যাচাইয়ের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়৷ ঐ তালিকার ৩২ জন মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত বলে জানায় মন্ত্রণালয়৷ বাকি ১২৮ জনের মুক্তিযোদ্ধা হওয়ার সপে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও চিঠিতে উল্লেখ করা হয়৷ শহিদুর রহমানের নাম ১২৮ জনের তালিকায় ৮৯ নম্বরে অন্তর্ভুক্ত ছিল৷

শহিদুর রহমানের নামের পাশে তথ্য না থাকায় যাচাই করা গেল না৷ সার্টিফিকেট নিয়ে সন্দেহ থাকায় দুই বছর আগে মো. শহিদুর রহমানকে পানি উন্নয়ন বোর্ডে পদায়ন না করে পানিসম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) ডিজি করা হয়৷ ২০১৩ সালের ডিসেম্বরে শহিদুরের চাকরির বয়সসীমা শেষ হলেও সনদ পেশ করে মুক্তিযোদ্ধা হিসেবে বাড়তি চাকরি শুরু করেন৷ চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে পানি উন্নয়ন বোডের্র ডিজি হিসেবে নিয়োগ দেয়া হয়৷ মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক সেলিনা মনির পানি উন্নয়ন বোডের্র ডিজিকে নোটিশ পাঠান৷ ২০ নভেম্বর সকাল ১০টায় তাঁকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে৷

দুদক সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা দাবিদার পানি উন্নয়ন বোর্ডের ১৬০ জন কর্মকর্তার তথ্য যাচাইয়ের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে চিঠি পাঠায় বোর্ড৷ ওই তালিকার ৩২ জন মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত বলে মন্ত্রণালয় পাল্টা চিঠিতে জানিয়ে দেয়৷ বাকি ১২৮ জনের মুক্তিযোদ্ধা হওয়ার সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও চিঠিতে উল্লেখ করা হয়৷ শহিদুর রহমানের নাম ১২৮ জনের তালিকায় ৮৯ নম্বরে ছিল৷ তাঁর নামের পাশে মন্তব্যে বলা হয়, ‘তথ্য না থাকায় যাচাই করা গেল না৷

সূত্রটি জানায়, সার্টিফিকেট নিয়ে সন্দেহ থাকায় দুই বছর আগে মো. শহিদুর রহমানকে পানি উন্নয়ন বোর্ডে পদায়ন না করে পানিসম্পদ পরিকল্পনা সংস্থা-ওয়ারপোর ডিজি করা হয়৷ ২০১৩ সালের ডিসেম্বরে তাঁর চাকরির বয়সসীমা শেষ হলেও মুক্তিযোদ্ধা হিসেবে বাড়তি সময়ের চাকরি শুরু করেন তিনি৷ পরে এ বছরের ফেব্রুয়ারিতে তাঁকে পানি উন্নয়ন বোর্ডের ডিজি নিয়োগ দেওয়া হয়৷শহিদুর রহমানের মুক্তিযোদ্ধা সনদের যথার্থতা অনুসন্ধানের পাশাপাশি তাঁর সম্পদেরও আলাদাভাবে অনুসন্ধান করছে দুদক৷