chittagonj20130903205657

দৈনিকবার্তা-গোপালগঞ্জ, ১৯নভেম্বর: গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় মিফতা সিকদার (১০) নামে এ স্কুল ছাত্র নিহত হয়েছে৷ এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ স্থানীয়রা এক ঘন্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে৷ আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে৷নিহত মিফতা সিকদার সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া গ্রামের মোয়াজ্জেম সিকদারের ছেলে ও চন্দ্রদিঘলীয়া সরকারী প্রাথমিক স্কুলের ৩য় শ্রেণীর ছাত্র৷

গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির এসআই মোঃ ইদ্রিস জানান, রাস্তা পড়াপাড়ের সময় ঢাকাগামী সেবা গ্রীন লাইনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস স্কুল ছাত্র মিফতাকে চাপা দেয়৷ এতে সে সেখানেই মারা যায়৷ পরে এ ঘটনার প্রতিবাদে ওই স্থানে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা৷ এতে মহাসড়কের দুই পাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আশ্বাস দিলে অবরোধকারীরা এক ঘন্টা পর অবরোধ তুলে নেয়৷ পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে৷ এঘটনায় মুকসুদপুর থানা পুলিশ বাসটিকে আটক করছে৷