Rajshahi-Minister-ho

দৈনিকবার্তা-রাজশাহী, ১৯ নভেম্বর: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন,বেগম খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের সঙ্গে হাত মিলিয়ে তাদের বিচার বাধাগ্রস্ত করার অপপ্রয়াস চালাচ্ছেন৷ এ ষড়যন্ত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, স্বাধীনতার বিরুদ্ধে৷তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের আগে ও পরে বিএনপি-জামায়াত হত্যা-নির্যাতন, জ্বালাও-পোড়াও করে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল৷ নির্বাচনের নামে তারা আবারও দেশটাকে ওইদিকে নিয়ে যেতে চায়৷ কিন্তু এবার তারা সফল হবে না৷

বুধবার দুপুর সাড়ে ১২টায় রাজশাহী নগর ভবনের গিগ্র প্লাজায় পাঁচ দিনব্যাপী এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন৷শিল্পমন্ত্রী রাজশাহীতে আয়োজিত আঞ্চলিক এসএমই মেলা-২০১৪ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন৷ রাজশাহী নগর ভবন সংলগ্ন গ্রিণ প্লাজায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন এ মেলার আয়োজন করে৷ফাউন্ডেশনের চেয়ারপার্সন কে এম হাবিব উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিন্ত্রী মোঃ শাহ্রিয়ার আলম, জেবুন নেসা আফরোজ এমপি, রাজশাহীর জেলা প্রশাসক মোহাম্মদ মেসবাহ উদ্দিন চৌধুরী, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. সৈয়দ মো: ইহ্সানুল করিম, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো: মনিরম্নজ্জামান মনি প্রমুখ বক্তব্য রাখেন৷

আমির হোসেন আমু বলেন,দেশকে গণতন্ত্রশূন্য করার জন্য যারা অপতত্‍পরতা চালিয়েছিলো, নির্বাচনকে বানচাল করতে তত্ত্বাবধায়ক সরকারের দাবির নামে যারা এদেশে একাত্তরের মতো হীন ষড়যন্ত্রে মেতে ওঠছিলো, গণহত্যা করেছে, জায়গায় জায়গায় মানুষ পুড়িয়ে মেরেছে, আজকে তারা আরো একটি নতুন সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনের নামে ষড়যন্ত্রের ফাঁদ পেতেছে৷মন্ত্রী বলেন, দেশের মানুষ এ প্রতিহিংসা ও গণহত্যার জবাব দিয়েছে৷ তাদের প্রত্যাখ্যান করেছে৷ তাই এখন কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত নয়, সংবিধান মেনেই আগামী নির্বাচন দেওয়া হবে৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে রূপান্তরের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে আমির হোসেন আমু বলেন, তার এ প্রয়াস কেউ বানচাল করতে পারবে না৷ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়তে আওয়ামী লীগ সরকার জনগণের কাছে বদ্ধপরিকর৷

আমির হোসেন আমু বলেন, দেশের ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের স্বার্থে জামানতবিহীন ঋণ সুবিধা আরো বাড়ানো হবে৷তিনি বলেন, উদ্যোক্তাদের স্বার্থে সিঙ্গেল ডিজিট সুদে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করতে তাদের মাঝে ৩৯ কোটি ৭৫ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে৷ ক্রেডিট হোল সেলিং কর্মসূচির আওতায় এ পর্যনত্ম এসএমই একজন উদ্যোক্তা সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যনত্ম ঋণ পাচ্ছেন৷

ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মূল চালিকা শক্তি হিসেবে উলেস্নখ করে শিল্পমন্ত্রী বলেন, এখাতের ওপর ভর করেই দেশের অর্থনীতি দ্রম্নত এগিয়ে যাচ্ছে৷ শিল্পখাতে মোট কর্মসংস্থানের ৮০ শতাংশেরও বেশি এ খাতে সৃষ্টি হচ্ছে৷ বর্তমান সরকার গৃহিত শিল্পনীতির ফলে দেশের ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পখাত ক্রমেই সুসংহত হচ্ছে৷ ইতোমধ্যে জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদান ৩২ শতাংশে উন্নীত হয়েছে বলে জানান তিনি৷

আমির হোসেন আমু বলেন, আয়তনে ছোট হলেও শিল্পোন্নয়নের জন্য বাংলাদেশ অপার সম্ভাবনাময় দেশ৷ এদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন শিল্পের বিশাল সম্ভাবনা রয়েছে৷এ সময়ে তিনি এলাকাভিত্তিক শিল্প সম্ভাবনার সুফল কাজে লাগাতে বাসত্মবসম্মত সমীক্ষা পরিচালনার জন্য এসএমই ফাউন্ডেশনের প্রতি পরামর্শ দেন৷এছাড়াও রাজশাহীর ঐতিহ্যবাহী সিল্ক শিল্পের আধুনিকায়ন, পণ্য বৈচিত্রকরণ ও উদ্যোক্তাদের রপ্তানি সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় প্রশিক্ষণ, গবেষণা সেবা ও বাজার সুবিধা বৃদ্ধিতে প্রতিষ্ঠানটিকে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন শিল্পমন্ত্রী৷

পাঁচ দিন ব্যাপী আয়োজিত এ আঞ্চলিক মেলায় রাজশাহী অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের মোট ৫০টি স্টল স্থান পেয়েছে৷ এসব স্টলে সিল্ক, বাটিক ও বুটিক পণ্য, বাঁশ-বেত ও পাটজাত পণ্য, পস্নাস্টিক সামগ্রী, চামড়াজাত পণ্য, ফ্যাশন ওয়্যার, ফুট ওয়্যারসহ অন্যান্য দেশিয় শিল্পপণ্য প্রদর্শন করা হচ্ছে৷ মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যনত্ম চলবে৷