470c15102a6615e3d2295e24bae4d74d-USA-2

দৈনিকবার্তা-ঢাকা, ,২৭ নভেম্বর: নিরস্ত্র কৃষ্ণাঙ্গ তরুণকে হত্যার দায়ে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাকে আদালতের দায়মুক্তি দেয়ায় যুক্তরাষ্ট্রের মিজৌরি রাজ্যের ফার্গুসনে শুরু হওয়া প্রতিবাদ বিক্ষোভ দেশটির অন্যান্য শহরেও ছড়িয়ে পড়েছে৷বুধবার রাতে ফার্গুসনে মোতায়েন জাতীয় রক্ষীসেনা ও স্থানীয় পুলিশ আরেকটি সহিংস রাত মোকাবিলার প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছিল৷গত সোমবার রায় ঘোষণার পর থেকে তিনদিনে ফার্গুসন ও যুক্তরাষ্ট্রের অন্যান্য শহর থেকে ৪০০’শরও বেশি প্রতিবাদকারীকে গ্রেপ্তার করা হয়েছে৷

৯ অগাস্ট ফার্গুসনের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ১৮ বছর বয়স কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেলে ব্রাউনকে গুলি করে হত্যা করেন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসন৷ এতে কৃষ্ণাঙ্গ অধ্যুষিত ফার্গুসনে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়ে৷ বিক্ষোভ কখনো কখনো সহিংস রূপ নেয়৷কৃষ্ণাঙ্গ সংখ্যাগরিষ্ঠ হলেও ফার্গুসনের ক্ষমতার বলয় শ্বেতাঙ্গদের নিয়ন্ত্রণে৷ এই অবস্থায় শ্বেতাঙ্গ উইলসনকে আদালতের দায়মুক্তি দেয়ায় যুক্তরাষ্ট্রে বিরাজমান বর্ণগত আস্থাহীনতা প্রকাশ্য হয়ে পড়ে৷

ফার্গুসনসহ আশপাশের এলাকায় উত্তাল বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ে৷ পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত জাতীয় রক্ষী মোতায়েন করতে বাধ্য হয় রাজ্য কর্তৃপক্ষ৷কিন্তু প্রতিবাদ শুধু ফার্গুসনেই সীমাবদ্ধ থাকেনি, নিউইয়র্ক থেকে লসঅ্যাঞ্জেলস, বোস্টন, ডালাস, আটলান্টার মতো সব বড় বড় শহরে ছড়িয়ে পড়েছে৷ সব জায়গায়ই আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হচ্ছে৷

রায় ঘোষণার পরবর্তী দুই রাত ফার্গুসনে ব্যাপক দাঙ্গা, লুটপাট, অগি্নসংযোগের ঘটনা ঘটেছে৷ পরে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি আরো বাড়ানোর পর মঙ্গলবার রাতে দাঙ্গা পরিস্থিতি কিছুটা সামাল দেয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷মিজৌরির গভর্নর জে নিঙ্ন ফার্গুসনে ও এর আশপাশে ২,২০০ জাতীয় রক্ষীসেনা মোতায়েন করেছেন৷মঙ্গলবার রাতে ফার্গুসন থেকে ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷ সোমাবার রায় ঘোষণার পর ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল৷

পুলিশ জানিয়েছে, বুধবার রাতে বোস্টনে কয়েক হাজার মানুষ ফার্গুসনের ঘটনায় আদালতের সিদ্ধান্তে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে৷ এখান থেকে ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ডালাসে যুক্তরাষ্ট্রের উত্তর-দক্ষিণ ৩৫ নম্বার জাতীয় সড়ক বন্ধ করে প্রতিবাদ বিক্ষোভ করার সময় সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ৷

নিউইয়র্কে আদালতের সিদ্ধান্তের প্রতিবাদে লিঙ্কন টানেল ও ট্রাইবোরা সেতু বন্ধ করে দেয়ার চেষ্টা করে প্রতিবাদকারীরা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পেপার সপ্রে ব্যবহার করে ও ১০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে৷ লস অ্যাঞ্জেলসে বিক্ষোভ করে যাওয়ার সময় শহর পুলিশ সদর দপ্তরের দিকে বোতল ও অন্যান্য বস্তু ছুঁড়ে মারে প্রতিবাদকারীরা৷ এছাড়া শহরের একটি প্রধান সড়কের দুই দিকে পরিত্যাক্ত বস্তু ও অন্যান্য জিনিস দিয়ে কৃত্রিম সড়ক অবরোধ গড়ে তুলে গাড়ি চলাচলে বাধা দেয় প্রতিবাদকারীরা৷

যুক্তরাষ্ট্রের আইনি ব্যবস্থা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করে বলে দেশটির কৃষ্ণাঙ্গ নাগরিকদের মধ্যে ধারণা প্রচলিত আছে৷এই বিষয়টি দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে শুরু করে আন্তর্জাতিক মনোযোগও আকর্ষণ করেছে৷ সোমবার রায় ঘোষণার পর ওবামা স্বীকার করেছেন, যুক্তরাষ্ট্রের পুলিশ ও সংখ্যালঘুদের মধ্যে গভীর অনাস্থা বিরাজমান৷ওদিকে ফার্গুসনের ঘটনাকে উদাহরণ হিসেবে উপস্থাপন করে রাশিয়া ওয়াশিংটনকে ভণ্ড অভিহিত করেছে এবং রাশিয়ার মানবাধিকার নিয়ে দেশটির বক্তৃতা দেয়ার অধিকার নেই বলে দাবী করেছে৷