1417698001

দৈনিকবার্তা-ঢাকা, ৪ ডিসেম্বর: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মুসলিম দেশসমূহে ইসলামের নামে সংঘটিত বিচিছন্ন সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ওআইসি সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন৷ইরানের রাজধানী তেহরানে চলমান দশম ইসলামি তথ্যমন্ত্রী সম্মেলনে বুধবার উদ্বোধনী অধিবেশনে বক্তৃতায় তিনি এ আহ্বান জানান৷

মন্ত্রী বলেন, ইসলামের সাথে সন্ত্রাসকে সম্পর্কিত করে পরিচালিত অপপ্রচার বন্ধে এটি হবে সবচেয়ে কার্যকরী পদক্ষেপ৷বাংলাদেশ দূতাবাস, তেহরান থেকে কাউন্সিলর ও চেন্সারী প্রধান এটিএম মোনেমুল হক প্রেরিত বার্তায় একথা জানানো হয়৷

বার্তায় আরো বলা হয়, হাসানুল হক ইনু তার বক্তব্যে ফিলিসত্মিনি নারী-শিশু-বৃদ্ধ এবং নিরস্ত্র জনগণের ওপর ইজরায়েলি হামলা, হত্যাকান্ড ও বিভীষিকার প্রতিবাদ জানান এবং বলেন, ফিলিসত্মিনি জনগণের ন্যয়সঙ্গত অধিকার আদায়ে বাংলাদেশ সবসময়ই সোচচার৷ফিলিসত্মিনে শানত্মি প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সুস্পষ্ট অবস্থান ব্যাখ্যা করে এসময় তথ্যমন্ত্রী বলেন, সামপ্রতিক সময়ে ইজরায়েলি নৃশংস হামলায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিচার হওয়া উচিত৷

ইরানের সংস্কৃতি ও ইসলামি বিধান বিষয়ক মন্ত্রী আলী জান্নাতীর সভাপতিত্বে বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)’র মহাসচিব আযাদ আমীন মাদানী তার প্রতিবেদন উপস্থাপন করেন৷ সম্মেলনের প্রথম দিন বাংলাদেশসহ সৌদি আরব, ফিলিসত্মিন, সুদান, মরক্কো, নাইজার এবং তিউনিসিয়ার তথ্যমন্ত্রীগণ এবং অন্যান্য দেশের প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও দলনেতা বক্তব্য রাখেন৷তথ্যমন্ত্রী ১ থেকে ৪ ডিসেম্বর তেহরানে অনুষ্ঠানরত ওআইসি তথ্যমন্ত্রী সম্মেলনে যোগদান করেন৷