Kamrul-State-Minister

দৈনিকবার্তা-ঢাকা, ৯ ডিসেম্বর:  খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সামপ্রদায়িক রাষ্ট্র বানানোর জন্য বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এদেশে জঙ্গি জন্ম দিয়েছে৷তিনি বলেন, বেগম খালেদা জিয়া যে জঙ্গিদের জন্ম দিয়ে লালন-পালন করেছেন একদিন ওই জঙ্গিরা তাকেই ছোবল মারবে৷তিনি মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন৷

সংগঠনের সভাপতি আলহাজ্ব কাজী রুহুল আমিন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এডভোকেট মোস্তাফিজুর রহমান৷ এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মোখলেসুর রহমান, আওয়ামী লীগের উপকমিটির সহ-সম্পাদক এমএ করিম, সংগঠনের প্রধাণ উপদেষ্টা সাগর আহমেদ শাহীনসহ নেতৃবৃন্দ বক্তৃতা করেন৷

এডভোকেট কামরুল ইসলাম বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের সবাই বিরোধিতা করেনি বরং দেশের অনেক আলেম-ওলামা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন,একাত্তরে গোলাম আযম, নিজামী, মুজাহিদসহ আল-বদর, রাজাকাররা যে জুলুম, নির্যাতন, হত্যা, ধর্ষণ, লুটপাট, অগি্নসংযোগ করেছে৷ তা মাফ করার ক্ষমতা কারো নেই, যতক্ষণ না ওই ভিকটিম পরিবারগুলো তাদের ক্ষমা না করে৷ এটা ইসলামের নির্দেশ৷তিনি বলেন, রাজাকার, আল-বদররা ওই সময় যে অপরাধ করেছে তাদেরকে কোনভাবেই ক্ষমা করা যায় না৷ ইসলামের নির্দেশ যদি আমরা মানি, ইসলামী চিন্তা- চেতনায় যদি বিশ্বাস করি, তাহলে কোন অবস্থাতেই এসব খুনি, ধর্ষক, লুন্ঠনকারী ও অগি্নসংযোগকারীকে মাফ করা উচিত না৷ দেশের সত্যিকার হক্কানী আলেমরা একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারকে সমর্থন করছে৷মসজিদের ইমাম, মাদ্রাসা শিক্ষক ও আলেম-ওলামাদের এদেশের ধর্মপ্রাণ মুসলমানের প্রকৃত নেতা উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, সরকার মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করতে চায়৷ যাতে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে একজন মাদ্রাসা ছাত্র প্রচলিত শিক্ষায় শিক্ষিত একজনের সাথে চাকুরিসহ যে কোন প্রতিযোগিতায় টিকে থাকেত পারে৷

তিনি বলেন, ইসলামী একাডেমীকে ইসলামিক ফাউন্ডেশন, মাদ্রাসা শিক্ষা বোর্ড স্থাপন, কাকরাইল মসজিদ ও বিশ্ব এজতেমার জন্য জায়গা দান করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান৷ তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছেন৷ অথচ যারা কথায় কথায় ইসলামের কথা বলে মাদ্রাসা ছাত্র-শিক্ষকদের ব্যবহার করে, তারা ইসলামের কল্যাণে কিছুই করেনি৷স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের জাতীয় করণসহ সকল দাবি-দাওয়া পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, দেশ আজ এগিয়ে যাচ্ছে, সরকারের সকল কর্মকান্ডের সাথে দেশের আলেম সমাজ সম্পৃক্ত হবেন, এটা সরকার চায়৷শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এডভোকেট মোস্তাফিজুর রহমান বলেন, আধুনিক, জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় শিক্ষা ব্যবস্থাকে বিশ্ব মানের পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে৷ এ জন্য শিক্ষানীতি প্রণয়নসহ শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিকায়নে সরকার মনোনিবেশ করেছে৷