স্বরচিত্র আবৃত্তি চর্চা

দৈনিকবার্তা-ঢাকা, ১০ ডিসেম্বর: সংস্কৃতি চর্চায় স্বাধীনতাত্তোর বাংলাদেশে আবৃত্তি এখন উজ্জ্বলতম স্বতন্ত্র এক শিল্প মাধ্যম৷ এই মহতি অর্জন আবৃত্তির সাথে যুক্ত সকল শিল্পী, কর্মী, সংগঠক, দর্শক-শ্রোতা ও সাংবাদিক বন্ধুদের সবার৷ আগামীকাল ১১ ডিসেম্বর’১৪, বৃহস্পতিবার বিকাল ৪টায় সুপ্রীম কোর্ট বার অডিটোরিয়ামে “আবৃত্তি মেলা’র” ব্যানারে শিল্পী এ্যাডভোকেট আব্দুলস্নাহ আল হারম্নন রাসেল, এ্যাডভোকেট রাশিদা চৌধুরী নীলু এবং শিল্পী মাহিদুল ইসলাম এর কন্ঠে বঙ্গবন্ধুকে নিবেদিত পংতিমালার আবৃত্তি এ্যালবাম “তোমারই পদধ্বনি” এর প্রকাশনা উত্‍সব এবং আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এটর্নি জেনারেল বাংলাদেশ জনাব এ্যাডভোকেট মাহবুবে আলম এবং সিনিয়র এ্যাডভোকেট ব্যারিষ্টার এম আমীর-উল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি জনাব এ্যাডভোকেট কাজী নজিবুলস্নাহ হীরম্ন, বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক জনাব বাহার উদ্দিন খেলন, বাংলা একাডেমীর উপপরিচালক জনাব শাহাদাত্‍ হোসেন নিপু, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাসকুরে সাত্তার কলেস্নাল ও আবৃত্তি শিল্পী ও প্রশিৰক জনাব মীর বরকত এবং শুভেচ্ছা বক্তব্য রাখবেন স্বরচিত্র আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্রের সভাপতি ও আবৃত্তি শিল্পী জনাব মাহিদুল ইসলাম৷