তারেক রহমানের

দৈনিকবার্তা-ঢাকা, ১০ ডিসেম্বর: বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে দায়ের করা মানহানির মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে৷বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আতাউল হক এ পরোয়ানা জারি করেন৷ ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক মনির খানের দায়ের করা এ মামলায় গত ১৭ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত আসামির তারেকের বিরুদ্ধে সমন জারি করেছিল৷ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম ওইদিন বাদীর জবানবন্দি গ্রহণ করে তারেক রহমানকে বুধবার আদালতে হাজির হতে সমন জারি করেছিলেন৷ কিন্তু সমন অনুযায়ী হাজির না হওয়ায় এ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত৷আদালতে শুনানি করেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহমান৷ আদালতেরসেই নির্দেশনামেনে হাজির না হওয়ায় বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড়ছেলে তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন মহানগর হাকিম আতাউল হক৷ তারেককে গ্রেপ্তার করা গেল কি-না সে বিষয়ে ২৯ জানুয়ারি আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে৷ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারমান তারেক রহমান গত ৭ নভেম্বর লন্ডনে এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকবন্ধু আখ্যায়িত করে বলেন, তিনি পাকিস্তানি পাসপোর্টে’ দেশে ফিরে রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন এবং এ কারণে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হওয়া উচিত্‍৷ওই প্রসঙ্গ উল্লেখ করে বাদী তার মামলায় বলেন, তারেকের বক্তব্যে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সম্মানহানি করা হয়েছে৷ওই বক্তব্যের কারণে ঢাকা, যশোর ও শেরপুরের আদালতে আরও কয়েকটি মামলা হয়েছে তারেকের বিরুদ্ধে, যার মধ্যে রাষ্ট্রদ্রোহের অভিযোগও রয়েছে৷ সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমান গ্রেপ্তার হন৷ তার বিরুদ্ধে প্রায় এক ডজন দুর্নীতির মামলা হয়৷ সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে পরের বছরের সেপ্টেম্বর মাসে চিকিত্‍সার জন্য যুক্তরাজ্য যান তিনি৷ স্ত্রী-সন্তান নিয়ে তখন থেকে সেখানেই রয়েছেন তারেক৷ মামলায় উল্লেখ করা হয়, তারেক রহমান বিএনপির যুক্তরাজ্য শাখা আয়োজিত লন্ডন আট্টিয়াম হলে গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের’ সভায় বঙ্গবন্ধুকে কটাক্ষ করে যে বক্তব্য দিয়েছেন তা হিংসাত্মক, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর৷ ওই দিন তারেক রহমান বঙ্গবন্ধুকে পাকবন্ধু বংতিনি ‘পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে এসেছিলেন’মমে বক্তব্য প্রদান করেন৷মামলায় আরও বলা হয়, তারেকের ওই বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার সামিল এবং জাতির জন্য কলঙ্কময়৷ ওই বক্তব্য প্রদানের ফলে বাদী ও আওয়ামী লীগের একশ’ কোটি টাকার মানহানি হয়েছে মর্মে মামলায় উল্লেখ করা হয়৷ এদিকে, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে যুবদল৷সংগঠনটির কেন্দ্রীয় নেতা গিয়াসউদ্দিন মামুন এ তথ্য নিশ্চিত করেন৷ মামুন বলেন,তারেক রহমানের বিরুদ্ধে এসব ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়৷এই ষড়যন্ত্রের প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবো আমরা৷ মহানগর ও জেলা পর্যায়ে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হবে৷উল্লেখ্য, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় তারেকের বিরুদ্ধে এই পরোয়ানা জারি হয়৷ বুধবার (১০ ডিসেম্বর) ঢাকার েেেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আতাউল হক এ পরোয়ানা জারি করেন৷