চট্টগ্রামে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গণসমাবেশ ও র্যালী অনুষ্ঠিত

দৈনিকবার্তা-চট্টগ্রাম,১১ ডিসেম্বর: বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গণসভা শেষে র্যালী চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। ১০ ডিসেম্বর বুধবার, সকাল ১০ টায় অনুষ্ঠিত সভায়  সংগঠনের চট্টগ্রাম মহানগরের সভাপতি জেলা পি.পি এডভোকেট আবুল হাসেম’র সভাপতিত্বে ও সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার আব্দুল জলিল মন্ডল উপস্থিত হয়ে  বিশ্ব মানবাধিকার দিবসের প্রতি সংহতি প্রকাশ বলেন, মানুষের পাঁচটি মৌলিক অধিকার নিশ্চত করলে রাষ্ট্রে মানবাধিকার প্রতিষ্ঠিত হয়। কথায় এবং কাজে এক হলে সত্যিকার অর্থে সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা সহজ। তিনি আরও বলেন, প্রাকৃতিক সৌন্দর্য চট্টগ্রামের চারপাশে মুক্ত বাতাস পেতে চাই, সবুজ দেখতে চাই, পাহাড় দেখতে চাই, সমুদ্র দেখতে চাই। ঝাড়– দিয়ে চট্টগ্রামের দূষণ মুক্ত পরিবেশ সৃষ্টি করা শুধু লক্ষ নয়, মানুষের অন্তরে কালিমা পরিস্কার করতে চাই। একটি সত্যিকারের দূষণ মুক্ত, অপরাধহীন ও সমৃদ্ধশীল চট্টগ্রাম গঠিত হলেই বাংলাদেশের উন্নয়নে চট্টগ্রামের ভূমিকা আরও দৃঢ় হবে। মানবাধিকার দিবসে র্যালী উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোঃ মেজবাহ উদ্দিন। র্যালী উদ্বোধনকালে তিনি বলেন, মাদককে না বলে মাদকের বিরুদ্ধে চট্টগ্রাম বাসী দলমত নির্বিশেষে মাদক বিরোধী অভিযানে স্বোচ্ছার হতে হবে। ইভটিজিং, চাঁদাবাজী, সন্ত্রাসী কর্মকান্ড সহ বিভিন্ন অপকর্ম মাদকাসক্ত ব্যক্তির অবচেতন মনের উশৃঙ্খলপনা। মাদককে নির্মুল করতে পারলেই সমাজে শান্তি ফিরিয়ে আসবে। সভার সভাপতি জেলা পিপি ও সংগঠনের সভাপতি এড. আবুল হাশেম বলেন, এবারের বিশ্বমানবাধিকার দিবসের প্রতিপাদ্য বিষয় ৩৬৫ দিনে মানবাধিকার প্রতিষ্ঠা। আমরা আমাদের চট্টগ্রামে মানবাধিকার প্রতিষ্ঠায় অতীতেও স্বোচ্ছার ছিলাম, আমরা ভবিষ্যতেও মানবাধিকার প্রতিষ্ঠায় নিরলস পরিশ্রম করে যাব। সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক (দক্ষিণ) কামরুল আমিন, সহকারী জেলা প্রশাসক (দক্ষিণ) মঞ্জুর মোর্শেদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন, চট্টগ্রাম বিভাগের বিশেষ প্রতিনিধি লায়ন সোহেল আহমদ মৃধা, বাংলাদেশ মানবাধিকার কমিশন, চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক সৈয়দ সিরাজুল ইসলাম কমু, জোৎøা আরা, সিনিয়র সহ-সভাপতি ও মানবাধিকার দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক লায়ন এ এ গোলাম ফারুক মামুন, সহ-সভাপতি হাজী ইকবাল আলী আকবর, এড. ফয়েজুর রহমান, আলহাজ্ব  মোঃ মাঈনুদ্দীন, অধ্যাপক মোঃ মাসুম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, অর্থ সম্পাদক এহসান উল্লাহ মুকুটু, দপ্তর সম্পাদক সেলিম হোসেন চৌধুরী, প্রচার সম্পাদক এস.এম. রফিকুল ইসলাম, আই টি সম্পাদক কেজিএম সবুজ, আবিদা আজাদ, নাসিমা আলম, লায়ন মোঃ ইব্রাহীম, এডভোকেট রাশেদুল ইসলাম, থানা কমিটির পক্ষে বক্তব্য রাখেন, কোতোয়ালী থানার সভাপতি লায়ন সাব্বির আহমদ, সাধারণ সম্পাদক সাব্বির চৌধুরী, চকবাজার থানার সভাপতি মোরর্শেদুল হক সোহেল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী পলাশ, ডবলমুরিং থানার সভাপতি আব্দুল মজিদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সদর ঘাট থানার সভাপতি আলহাজ্ব দিন মোহাম্মদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, খুলশী থানার সভাপতি আমিনুল হক বাবু, বন্দর থানার সভাপতি মোঃ মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক এস.এম. নাসির উদ্দিন, ইপিজেড থানার সভাপতি মোঃ আবু তাহের, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কর্ণফুলী থানার সভাপতি আলহাজ্ব এম.এ. মারুফ, সাধারণ সম্পাদক মোঃ সামশুল আলম, আকবর শাহ থানার সভাপতি লায়ন মাওলানা মুহাম্মদ ইউসুফ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুমন, বাকলিয়া থানার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ কুতুব উদ্দিন, এস.এম. আবু তৈয়ব, মোঃ কায়সার, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় শাখা থেকে বক্তব্য রাখেন, রেবা বড়–য়া, আনিসুল ইসলাম, তাসরিফুল ইসলাম জিল্লুর, রায়হান পারভেজ, মোঃ রায়হান, মোঃ শিমুল, মোঃ ইয়াছিন, মোঃ বাপ্পি, সোলায়মান খান নয়ন, মোঃ কবির খান প্রমুখ। সভায় সকাল ৯ টা থেকে চট্টগ্রাম মহানগরের আওতাধীন ১৬টি থানা থেকে বাদ্য বাজনা নিয়ে মিছিল সহকারে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে মানবাধিকারের সংগঠনের কর্মীরা উপস্থিত হতে শুরু করে। শহীদ মিনারে সংক্ষিপ্ত পথসভা শেষে শহীদ মিনার, থেকে ডিসি হিল চেরাগী পাহাড় হয়ে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।