জাতীয় বিশ্ববিদ্যালয়ের2

দৈনিকবার্তা-গাজীপুর,১১ ডিসেম্বর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১১ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে৷ প্রকাশিত ফলাফলে পাশের হার শতকরা ৯৩ দশমিক ৩৩৷ এ পরীক্ষায় ৩১ টি মাস্টার্স বিষয়ে সারাদেশে ১’শ ৩টি কলেজের ১ লাখ ২৬ হাজার ৮২১ জন পরীক্ষার্থী মোট ৮২ (বিরাশি) টি কেন্দ্রে অংশগ্রহণ করে৷ উলেস্নখ্য গত আগষ্টে তত্বীয় এবং নবেম্বরে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শেষ হয়৷ প্রকাশিত ফলাফল কৃহস্পতিবার রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd  & www.nubd.info থেকে জানা যাবে৷ এছাড়া যে কোন মোবাইল থেকে  SMS করেও ফলাফল জানা যাবে৷ এ ক্ষেত্রে  Message অপশনে গিয়ে  nu<space>mf<space> Roll লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করতে হবে৷ জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন৷