12-12-14-BNP Clush_Dinajpur-3

দৈনিকবার্তা-দিনাজপুর, ১২ ডিসেম্বর: মঞ্চ দখলে নিতে স্থানীয় তিন নেতার অনুসারীদের মধ্যে হট্টগোল ও ভাংচুরে পণ্ড হয়েছে দিনাজপুর জেলা বিএনপির কর্মীসভা৷শুক্রবার স্থানীয় লোক ভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুর উপস্থিতিতেই এই ঘটনা ঘটে৷পরে কর্মীদের থামাতে ব্যর্থ হয়ে তারা সভাস্থল ছেড়ে যান৷

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা বিএনপির সভাপতি লুত্‍ফর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী ও প্রয়াত মন্ত্রী খুরশীদ জাহান হকের অনুসারীরা সকাল থেকে আলাদা আলাদাভাবে সভায় যোগ দেন৷

দিনাজপুরে বিএনপি’র যৌথ কমর্ী সম্মেলনে মঞ্চে বসাকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতাদের সামনেই ত্রিমুখী সংঘর্ষ হয়েছে৷এই সংঘর্ষে ৫ জন আহত হয়েছে৷ সংঘর্ষে সম্মেলন মঞ্চ ভাংচুর করা হয়৷ তাত্‍ক্ষনিকভাবে যৌথ কমর্ী সম্মেলন ভুন্ডল হয়ে যায়৷

শুক্রবার সকাল ১১ টায় দিনাজপুর লোকভবনে জেলা বিএনপি যৌথ কমর্ী সম্মেলনের আয়োজন করে৷ এই কমর্ী সম্মেলনে অতিথি হিসেবে যোগ দিতে আসেন বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনাপ্রধান লে. জেনা (অব.) মাহবুবুর রহমান৷ সাড়ে ১১ টার দিকে কমর্ী সম্মেলনে মঞ্চে বসাকে কেন্দ্র করে বিএনপি’র সাধারন সম্পাদক মুকুর চৌধুরীর গ্রম্নপের নেতাকমর্ীদের সাথে বেগম খালেদা জিয়ার ভাগিনা শাহরিয়ার আখতার হক ডন গ্রুপর সাথে কথাকাটাকাটি হয়৷ এক পর্যায়ে সেখানে সভাপতি লুত্‍ফর রহমান মিন্টুর গ্রম্নপের সদস্যরা আসলে ত্রি-মুখী সংঘর্ষ হয়৷ এ সময় বিএনপির নেতাকমর্ীরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়৷ সংঘর্ষে ৫ জন আহত হয়৷ তবে বিএনপির নেতাকমর্ীরা জানিয়েছে সংঘর্ষে প্রায় ৫-৭ জন আহত হয়েছে৷

সংঘর্ষের সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদেরকে থামতে অনুরোধ করলেও তারা সংঘর্ষ চালিয়ে যান ও সম্মেলন মঞ্চ ভাংচুর করেন৷ এক পর্যায়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ মঞ্চস্থল ত্যাগ করে বেরিয়ে আসেন৷ ফলে যৌথ কমর্ী সম্মেলন স্থগিত করে জেলা বিএনপি৷ পরে সাধারন সম্পাদক গ্রম্নপের নেতাকমর্ীরা জেলা বিএনপি কার্যালয় দখল করার চেষ্টা করলে পুলিশ তাদেরকে সরিয়ে দেয়৷ এ সংবাদ লেখা পর্যনত্ম জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে থমথমে অবস্থা বিরাজ করছিল৷ উল্লেখ্য, দীর্ঘদিন যাবত জেলা বিএনপি নেতৃবৃন্দ সভাপতি লুত্‍ফর রহমান মিন্টু ও সাধারন সম্পাদক মুকুর চৌধুরীর গ্রম্নপে অবস্থান করে আসছে৷ পাশাপাশি বেগম খালেদা জিয়ার ভাগিনা ও প্রয়াত মন্ত্রী খুরশীদ জাহান হকের ছেলে শাহরিয়ার আখতার হক ডনের নেতৃত্বে কিছু নেতাকমর্ী অপর একটি গ্রম্নপে অবস্থান করছে৷