সুরঞ্জিত

দৈনিকবার্তা-ঢাকা, ১২ ডিসেম্বর: ট্যাংকার দুর্ঘটনায় সুন্দরবনে তেল ছড়িয়ে পড়ার পর সরকারের বিভিন্ন কর্তৃপক্ষের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত৷তিনি বলেন,যা ঘটেছে তা ব্যর্থতা নয়,উদাসীনতা৷সুরঞ্জিতসেন গুপ্ত শুক্রবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপেস্নামা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন৷

এক আলোচনা সভায় সুরঞ্জিত সেন বলেন, বিশ্বঐতিহ্য সুন্দরবন নিয়ে নৌ-মন্ত্রণালয় এতখানি উদাসীনতা দেখাবে- তা তিনি আশা করেননি৷অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের প্রস্তাব অনুযায়ী স্থানীয় গ্রামবাসীকে নিয়ে যেভাবে স্পঞ্জ ও চটের বস্তা দিয়ে তেল সরানোর কাজ চলছে, তাকে সুরঞ্জিত তুলনা করেছেন রোগীর মৃতু্যর পর অস্ত্রোপচার সফল হওয়ার দাবি করার সঙ্গে৷

তিনি বলেন, চারদিন পর কান্ডারি-১০ গেছে৷ জাহাজটাকে একটা পাড়ে নিয়া রাখছে৷ কিছু তেল বাঁচছে, আর কিছু ভাইস্যা গেছে৷ নৌ মন্ত্রণালয় শুনেই করল কি, যেই ঘটনা ঘটছে, তারা একটা তদন্ত কমিটি গঠন করে দিল৷ মুখস্থ শিখে রাখছে৷ যাই হোক, তদন্ত৷

সুরঞ্জিতের মতে, গত মঙ্গলবার আরেকটি জাহাজের ধাক্কায় ওটি সাউদার্ন স্টার-৭ নামের ট্যাংকারটি ডুবে যাওয়ার খবর যখন এলো- তখনই নৌবাহিনীকে ডাকা উচিত্‍ ছিল৷ নেভিই একমাত্র তাদের দক্ষতা অভিজ্ঞতা দিয়ে তেল ছড়ানো ঠেকাতে পারত৷সুন্দরবনের ভেতর দিয়ে বাণিজ্যিক নৌযান চলাচল নিয়েও তিনি হতাশা প্রকাশ করেন৷

সুন্দরবন একটা বিশ্ব ঐতিহ্যের জায়গা৷ এই নদীটা দিয়ে দিয়ে কেন যেতে হবে? এটা ছাড়াওতো আরও নদী আছে নাকি? একটু ঘুরে আসতে হতো এই যা৷ এই রিস্কটা আমরা কেন নেই?

সুন্দরবন আমাদের জাতীয় অহঙ্কার৷ রয়েল বেঙ্গল টাইগারসহ অনেক প্রাণী এখানে বাস করে৷ এই ব্যাপারে আরো সাবধান হতে হবে৷ এই বিপর্যয়টা জাতীয় বিপর্যয়ে সীমাবদ্ধ থাকবে না৷ এটা বিশ্ব পরিবেশ বিপর্যায়ের রূপ ধারণ করবে৷

দুর্ঘটনার তিন দিন পর শুক্রবার সবালে স্থানীয় গ্রামবাসীর মাধ্যমে হাঁড়ি-পাতিল নিয়ে নদীতে ছড়িয়ে পড়া তেল সংগ্রহ শুরু করেছে স্থানীয় প্রশাসন,বন বিভাগ ও অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডবি্লউটিএ)৷ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানির ঠিকাদার ওই তেল স্থানীয়দের কাছ থেকে ৩০ টাকা লিটার দরে কিনে নিচ্ছে৷

সুরঞ্জিত বলেন,চেয়ারম্যান সাহেব (বিআইডবি্লউটিএ)বললেন,অসুবিধা নাই;তেল লইয়া যাইব পাবলিকে৷ আর আমরা কিন্না নিমু৷ ব্যাপারটা বেশি সহজীকরণ হয়ে গেল না? পাবলিক কেমনে নিব? কয় স্পঞ্জ দিয়া নিব?এই ব্যাপারটায় আরো গুরুত্ব দেওয়া উচিত৷ বললেন, আরো খবর আছে৷ কি খবর? তেল কিছু রইয়া গেছে৷ তার মানে কি? অপারেশন সাকসেসফুল পেশেন্ট ডেড৷সুরঞ্জিত বলেন, কেমন দাবি চিন্তু করেন, রোগী মরে মরুক৷অপারেশন সাকসেসফুল!এই আওয়ামী লীগ নেতা বলেন, সুন্দরবনে অবাধে জাহাজ চলাচল করতে না দিলেই এ বিপর্যয় এড়ানো যেত৷

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত কাদের মোলস্নার রায়ের রিভিউ নিয়ে তার ছেলের দেওয়া বক্তব্য আদালত অবমাননার সামিল৷তিনি বলেন, কাদের মোলস্নার পোলা আইয়া কয় সুপ্রিম কোর্ট তার বাপেরে হত্যা করছে৷ কাদের মোলস্নার ছেলে হাসান জামিলের এমন বক্তব্যকে আপত্তিকর, আদালতের প্রতি অবমাননাকর ও সংবিধান বহির্ভূত৷

ডিসিসি নির্বাচন নিয়ে বিএনপির নেতাদের বক্তব্যকে অহেতুক আখ্যা দিয়ে সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, সরকার নির্বাচন দিলেও দোষ, না দিলেও দোষ৷ ডিসিসি নির্বাচন করার যেই ঘোষণা করা হয়েছে৷ সেই তারা বলছে, আন্দোলনকে বাধাগ্রস্থ করতেই এই নির্বাচন৷ তাহলে এখন আমরা কোন পথে যাব৷ বিএনপিকে স্পষ্ট করতে হবে তারা নির্বাচন চায় কিনা? তবে আপনি (খালেদা) নির্বাচন চান আর না চান, নগরবাসী নির্বাচন চায়৷ তাই গণতন্ত্রের স্বার্থে দ্রুত নির্বাচন দিতে হবে৷তিনি বলেন, নির্বাচন নিয়ে খালেদা জিয়ার দৃষ্টি ঝাপসা ছিল, পরিষ্কার হয়ে গেছে৷ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বক্তব্যে থলের বিড়াল বেরিয়ে গেছে৷ ইইউ বলে দিয়েছে, নির্বাচন নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই৷ এখন আর তাদের শক্তি নেই৷

বাংলাদেশ কৃষক লীগের অর্থ বিষয়ক সম্পাদক নাজির মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ব্যারিস্টার জাকির আহমেদ, মুক্তিযোদ্ধ আব্দুল হাই কানু, বঙ্গবন্ধু একাডেমির মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ৷