বিদু্যত্‍ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু
দৈনিকবার্তা-ঢাকা, ১৩ ডিসেম্বর: বিএনপির আন্দোলনের হুমকির মধ্যে নয় মাসের মাথায় আবার বিদু্যতের দাম বাড়াতে চাচ্ছে সরকার৷আর এক্ষেত্রে যুক্তি হিসেবে মানুষের আয় বাড়ার বিষয়টি তুলে ধরেছেন বিদু্যত্‍ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু৷শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনের বিদ্যুত্‍ মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি বিদু্যতের দাম বাড়ানোর পক্ষে এই যুক্তি দেখান৷

বিদু্যতের দাম বাড়ানো নিয়ে আলোচনার মধ্যে এদিনই নারায়ণগঞ্জে জনসভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঘোষণা দেন, যেদিন জ্বালানির দাম বাড়ানো হয়, তার পরদিন থেকে আন্দোলন শুরু হবে৷বিদু্যতের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি কাজ করছে বলে সংস্থাটির পক্ষ থেকে ইতোমধ্যে জানানো হয়েছে৷প্রতিমন্ত্রী বলেন, আমরা বিদ্যুতের দাম অ্যাডজাস্ট করব৷ মানুষের আয় বাড়ছে, প্রযুক্তির ব্যবহার বাড়ছে; সাথে সাথে বিদু্যতের দামও অ্যাডজাস্ট করতে হবে৷

নতুন প্রজন্মের জন্য আগামী চার-পাঁচ বছর সরকারি বেসরকারি খাতের বিদ্যুত্‍ সেক্টরে নিয়োজিত ব্যক্তিদের সর্বোচ্চ ‘স্যাক্রিফাইস’ করার আহ্বান জানান বিদু্যত্‍ প্রতিমন্ত্রী নসরুল হামিদ৷অনুষ্ঠানের বিশেষ অতিথি বিদু্যত্‍ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, এ বছর বাজেটে যেভাবে বিদু্যত্‍খাতকে প্রাধান্য দেওয়া হয়েছে, আগামীতে এর তিনগুণ দিতে চাই৷ আগামী তিনবছরের মধ্যে সব গ্রাহককে সিঙ্গাপুর মানের প্রিপেইড মিটার দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বিদ্যুত্‍ মন্ত্রণালয়৷ এছাড়া ২০২১ সালের মধ্যে বিদুত্‍ বিভাগকে প্রচলিত স্কিলের বাইরে একটি অন্য লেভেলে দেখতে চাই৷ এজন্য আপনাদের (কর্মকর্তা) সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে হবে৷ তিনি বলেন, মহাজোট সরকারের আমলে বিদু্যত্‍ উত্‍পাদন দ্বিগুণ হওয়ায় প্রতিবেশি দেশগুলো আমাদের ঈর্ষার চোখে দেখছে৷ আরও নতুন কেন্দ্র স্থাপন করা হবে, যা হবে বিশ্বের অন্যতম প্রযুক্তি নিভর্র৷ সেরা মানের প্রযুক্তি ব্যবহারের জন্য আপনাদের (কর্মকর্তা-কর্মচারী) দক্ষতা অর্জন করতে হবে৷ সেজন্য একটি ইনস্টিটিউট করতে চাই৷

নসরুল হামিদ বলেন, টেকনিক্যাল ফল্ট মোকাবেলায় হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের কোনো বিকল্প নেই৷ ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদু্যত্‍ উত্‍পাদনের যে লক্ষ্যমাত্রা নির্বারণ করা হয়েছে তা কোনো স্বাভাবিক পথ নয়৷ এই পথে চলতে হলে প্রযুক্তিকে আয়ত্বে আনতে হবে৷ কেবল অফিস করলেই চলবে না৷এক্ষেত্রে মন্ত্রী বিদু্যত্‍ বিভাগে কাস্টমার কেয়ার ও কমিউনিকেশন স্কিলড বাড়ানোর পরামর্শ দেন তিনি৷ বিদু্যত্‍ প্রতিমন্ত্রী বলেন, ফেসবুকে প্রতিদিন কমপক্ষে ৫০০ ব্যক্তি আমার কাছে বিদু্যত্‍তের লাইন চান৷ আমি যদি এটা মেনটেন করতে পারি আপনারা কেন পারবেন না?

তিনি বলেন, গ্রাহককে সেবা না দিলে তারা বিল দেবে না৷ আর বিল না দিলে আপনাদের বেতনও হবে না! ফেসবুকে পেইজ খোলা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পেইজ খোলার পর গত দুদিনে সেখানে ৭৪ হাজার লাইক পড়েছে৷ আর উন্নয়নের জন্য সাতহাজার পরামর্শ এসেছে৷এসময় জাপানের সহায়তায় বিদ্যুতের মাস্টার প্লান রিভিউয়ের কাজ চলছে বলেও মাজান বিদু্যত্‍ প্রতিমন্ত্রী৷ বাজারে নিম্নমানের সোলার প্যানেলের ছড়াছড়ি উল্লেখ করে তিনি বলেন, আমরা বিশ্বের তৃতীয় সোলার প্যানেল ব্যবহারকারী েেদশ৷ এবার এর মানের দিকে নজর দিতে হবে৷বিদু্যত্‍ সংক্রান্ত মালামাল পরীক্ষার জন্য একটি পরীক্ষাগার স্থাপনের আশাবাদও ব্যক্ত করেন তিনি৷

বিদু্যত্‍, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পকির্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম বলেন, দুর্নীতির কথা বলে উন্নয়নকে থামিয়ে রাখা উচিত হবে না৷ আমরা উন্নয়নকে প্রাধান্য দিয়ে দুর্নীতিকে প্রতিহত করতে চাই৷ বিদু্যত্‍ সচিব মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডিজি (পাওয়ার সেল) মোহাম্মদ হোসেন বক্তব্য দেন৷সমাপনী দিনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৯টি ক্যাটাগরিতে নয় ব্যক্তিকে পুরস্কার দেওয়া হয়৷