Sheter-rat-Agun

দৈনিকবার্তা-ঢাকা, ১৩ ডিসেম্বর: অঘ্রানের শষে শীত জাঁকিয়ে বসতে শুরু করেছে৷ প্রায় এক সপ্তাহ ধরে রাত থেকে বেশ বেলা পর্যন্ত ছিল কুয়াশার আচ্ছাদন৷ শীতের তীব্রতায় মানুষজন কাজ করতে পারছেন না৷ আর এ শীতের প্রকোপে ঠাণ্ডাজনিত রোগে শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি৷ শীতে আক্রান্ত হয়ে শনিবার এক শিশু মারা গেছে৷প্রতিদিনই বাড়ছে শীতের প্রকোপ৷ সেই সঙ্গে বাড়ছে ঘন কুয়াশার প্রভাব৷ এতে করে দিনের বেলাতেও যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে৷শনিবার সকালে আকাশে সূর্যের দেখা নেই৷ তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আকাশের গুমটভাব কমে এসেছে৷ সোয়া ১১টার দিকে অল্পস্বল্প নীলাকাশ উঁকি মারতে শুরু করে৷

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শীতের দাপট সারা দেশেই কমে এসেছে৷ অবশ্য সেটি খুব বেশি মাত্রায় নয়৷সকালে রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা শুক্রবার ছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি৷ শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় যশোরে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস৷ এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল গতকাল ঈশ্বরদীতে ছিল ১০ ডিগ্রি সেলসিয়ংাস৷এমনি করে দেশের প্রায় সব জায়গাতেই তাপমাত্রা দুই-এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়৷আবহাওয়া অধিপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, শনবার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে৷ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে৷ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে৷শুক্রবার থেকে কিছুটা কুয়াশা কেটে শীত বাড়তে শুরু করেছে৷ ঈশ্বরদিতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যায় ১০ ডিগ্রি সেলসিয়াসে৷ এটাই ছিল গতকাল সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা৷ রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস

রৌমারী: রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের রৌমারীতে প্রচণ্ড ঠাণ্ডার কবলে পড়ে আরো দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে এবং ভোর রাতে উপজেলার দক্ষিণ জন্দিরকান্দা গ্রামের আব্দুল কাদের (৬৫) ও ইজলামারী গ্রামের জব্বার ব্যাপারী (৭০) নামের দুইজনের মৃতু্য ঘটে৷ নিহতের পরিবারের দেয়া তথ্যে জানা গেছে, নিহত দু’জনেরই শ্বাসকষ্ট জনিত (হাঁপানি) রোগ ছিল৷ হঠাত্ করে ঠাণ্ডার কবলে পড়ে তাদের শ্বাসকষ্ট বেড়ে যায় এবং হাসপাতালে নেয়ার আগেই তাদের মৃতু্য ঘটে৷

মাওয়া: ঘন কুয়াশায় কারণে শনিবার পদ্মা নদীতে ফেরির ধাক্কায় পাথরবাহী একটি ট্রলার ডুবে গেছে৷বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সফোর্ট করপোরেশন (বিআইডবি্লওটিসি) সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে লৌহজং চ্যানেলে ফেরির ধাক্কায় ট্রলারটি ডুবে যায়৷মাওয়া পুলিশ ফাঁড়ির এসআই ইউনুস আলী জানিয়েছেন, ট্রলারে থাকা শ্রমিকরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন৷ঘন কুয়াশার কারণে পাঁচ ঘন্টা বন্ধ থাকার পর সকাল সাড়ে ৮টায় ফেরি চলাচল পুনরায় শুরু হয়৷ এর কিছুক্ষণ পরই ঘটে এ দুর্ঘটনা৷

বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সফোর্ট করপোরেশন (বিআইডবি্লওটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক সিরাজুল হক বলেন, টাগবোট বেলজিয়াম ফেরি থোবালকে টেনে নিচ্ছিল৷ কম পানির চ্যানেলটিতে পানির টানে এসে ট্রলারটি ফেরির সঙ্গে ধাক্কা লাগার পরই এটি ডুবে যায়৷পদ্মা সেতুর সংযোগ সড়কের কাজের জন্য পাথর নিয়ে ট্রলারটি মাওয়া থেকে জাজিরা যাচ্ছিল৷

দিনাজপুর: উত্তরাঞ্চলের জেলা দিনাজপুরে একটু আগেভাগেই শীতের প্রভাব দেখা দিয়েছে৷ তবে গত কয়েক বছরের তুলনায় এবারে শীতের আগমণ দেরিতে হলেও ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে শীতের প্রভাব৷ বিকেলের পর সূর্য দেখা মিলছে না, আর ঘন কুয়াশায় রাত নামছে বিকেল থেকেই৷ যার কারণে বিকেল থেকে পরের দিন সকাল ১০টা পর্যন্ত লোকজনকে দেখা যায় না বাড়ির বাইরে৷

index_61088

শীতে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে৷ খরকুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন তারা৷ কাজে যেতে পারছেন না কৃষকরা৷ আর এ শীতের কারণে শিশুরা আক্রান্ত হচ্ছে শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন শীতজনিত রোগে৷কৃষকেরা জানান, ধান কাটা-মাড়ার মৌসুম ও বোরো বীজ বপনের মৌসুম হলেও প্রচণ্ড শীতে কাজে যেতে পারছেন না তারা৷ শীতের তীব্রতায় কাজে নামতে না পারায় দুশ্চিন্তায় পড়েছেন তারা৷\ আবহাওয়া কর্মকর্তা রবিন আহম্মেদ জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই জেলায় তাপমাত্রা কমেছে৷ তবে গতকালের চেয়ে আজকের তাপমাত্রা একটু বেশি৷ দিনের বেলাতে তাপমাত্রা বাড়লেও রাতে শীতের তীব্রতা বাড়বে৷

রাজশাহী বু্যরো জানায়, রাজশাহীতে শীতের তীব্রতায় বিপাকে মানুষ৷ বিশেষ করে মধ্যবিত্ত ও দরিদ্ররা কাবু হয়ে পড়েছে৷ ভিড় বেড়েছে পুরানো কাপড়ের দোকানে৷ মরা সাহেবের কাপড় বলে পরিচিত এসব পুরাতন কাপড়ের দামও কম নয়৷ পুরাতন কাপড় কিনে তা আবার দর্জি দিয়ে কেটে ছেঁটে ঠিক করতেও খরচ হচ্ছে৷ শীতে কাবু হওয়া হতদরিদ্র মানুষের জন্য কম্বল বা শীতবস্ত্র নিয়ে এখনো সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠানগুলোকে পাঁশে দাড়াতে দেখা যায়নি৷ তবে রাজশাহী জেলা প্রশাসন জানিয়েছেন তারা ইতোমধ্যে উপজেলাগুলোতে কম্বল পাঠিয়েছেন আরো শীতবস্ত্র ও কম্বলের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন৷ রেডক্রিসেন্ট সোসাইটির স্থানীয় ইউনিট জানিয়েছে তারা শীতে কাতর অসহায় মানুষের কথা জানিয়ে কেন্দ্রীয় দপ্তরে চিঠি দিয়েছে৷ বিভিন্ন ব্যাংক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের তত্‍পরতা নজরে পড়ছেনা৷ শীতের তীব্রতা থেকে রক্ষার জন্য বিভিন্ন স্থানে ছিন্নমুল মানুষের খড়কুটো টায়ার জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা যায়৷ ফুটপাতে আশ্রয় নেয়া ছিন্নমুল মানুষ চটজড়িয়ে রাখছে শীত থেকে রক্ষা পাবার জন্য৷
অতিরিক্ত ঠান্ডার কারণে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা৷ এদের মধ্যে শিশু ও বৃদ্ধদের সংখ্যা বেশি৷ আক্রান্তদের বেশিরভাগই ডায়রিয়া, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, অ্যাজমাসহ বিভিন্ন রোগ নিয়ে হাসপাতালে আসছে৷বরিশালসহ দক্ষিণাঞ্চলে মৌসুমের প্রথম শীতের সাথে মেঘলা আকাশ ও মাঝারী কুয়াশায় জনজীবন কিছুটা বিপর্যস্ত হয়ে পড়ে৷ তবে তাপমাত্রার পারদ যতটা না নিচে নেমেছে, হালকা মেঘ ও কুয়াশার কারণে ঠা-ার অনুভূতি ছিল তার চেয়ে অনেক বেশী৷ শিশু বয়স্কদের জন্য এ ধরনের আবহাওয়া মোটেই অনুকূল নয় বলে জানিয়ে চিকিত্‍সকগণ ঠান্ডা প্রতিরোধে আগাম ব্যবস্থা গ্রহণেরও পরামর্শ দিয়েছেন৷ গতকাল বরিশাল মহানগরীতে প্রথম সূর্যের দেখা মেলে সকাল ১০টা ১৯ মিনিটে৷ আবহাওয়া বিভাগ থেকে দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ও অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়ে সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে বলেও জানানো হয়েছে৷

পাশাপাশি সারাদেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ৷ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলেও জানান হয়েছে৷ উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ এবং তত্‍সংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে৷ স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে৷