saj-17

দৈনিকবার্তা-ঢাকা, ১৩ ডিসেম্বর: আমরা কম্বোডিয়ার মত হতে চাই না বলে মন্তব্য করেছেন বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ৷তিনি বলেন, কম্বোডিয়ায় একটি কারখানায় প্রায় ৪০ টি ট্রেড ইউনিয়ন রয়েছে৷ আমরা তাদের মত হতে চাই না৷ চার-পাঁচ জন শ্রমিক নিয়ে ট্রেড ইউনিয়ন হবে না৷ ট্রেড ইউনিয়ন করতে চাইলে ৩০ শতাংশ শ্রমিক একত্রিত হতে হবে৷ তা না হলে কারখানার উত্‍পাদন ব্যহত হবে৷শনিবার সকাল সাড়ে ১১ টায় হোটেল সোনারগাঁওয়ে বিকেএমইএ\’র উদ্যোগে প্রকাশিত বাংলাদেশের সর্ববৃহত্‍ এবং একমাত্র প্রকাশনা গ্লোবাল বায়ার্স ইনফরমেশন ডাইরেক্টরী এর মোড়ক উন্মোচন ও বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন৷

অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ নীটওয়ার ম্যানুফ্যাকচারার্স এন্ড এঙ্পোর্টারস এসোসিয়েশন (বিকেএমইএ)৷যুক্তরাষ্ট্রের সমালোচনা করে মন্ত্রী বলেন, যাদের দেশে মাত্র ৩ শতাংশ কারখানায় ট্রেড ইউনিয়ন আছে৷ তারা ট্রেড ইউনিয়ন নিয়ে এত কথা বলে কেন৷বিজিএমইএ এবং বিকেএমইএর টার্গেট পূরণ সম্ভব উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ৫০ বিলিয়ন রপ্তানির লক্ষমাত্রা পূরণ অসম্ভব কিছু নয়৷ কারণ এ খাতে সরকার এবং উদ্যোক্তারা একত্রে কাজ করছে৷

বানিজ্যমন্ত্রী বলেন, যারা কারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টি করে তারা শ্রমিক নয়৷ বাহিরের কেউ৷ সমপ্রতি এক শ্রমিক নেতা অস্ট্রেলিয়ায় দেশের পোশাক খাত নিয়ে নেতিবাচক ধারণা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, যারা বিদেশে বাংলাদেশের পোশাক খাত নিয়ে নালিশ করে তারা আমাদের পোশাক শিল্পের প্রতিদ্বনি্দ্বদের এজেন্ডা বাস্তবায়ন করছে৷

বিকেএমইএ র সভাপতি একেএম সেলিম ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, নারায়নগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান ছাড়াও বিকেএমইএ\’র সদস্যবৃন্দ৷

উল্লেখ্য, প্রকাশিত বইটিতে পৃথিবীর ১৬০ টি দেশের ২৫ হাজারের অধিক বায়ারের ঠিকানা এবং ব্যবসা সংক্রান্ত তথ্য রয়েছে৷ বইটিতে ইউরোপ ও আমেরিকার দেশগুলোর পাশাপাশি ল্যাটিন আমেরিকা, রাশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, এশিয়া ও আফ্রিকা মহাদেশের সম্ভাবনাময় দেশগুলোর আমদানি, পরিসংখ্যান, মূল আমদানিকৃত পণ্যের তালিকা, ট্যারিফ ও নন-ট্যারিফ ব্যরিয়ার, বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানির মূল বৈচিত্র্য এবং সর্বোপরি আমদানীকারকদের ঠিকানা প্রদান করা হয়েছে৷