Haji

দৈনিকবার্তা-ঢাকা, ১৪ ডিসেম্বর: মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ছাড়াই হজ যাত্রীরা রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান৷তিনি জানান, এই রেজিস্ট্রেশন করার জন্য আপাতত পাসপোর্টের ঘরটি ফাঁকা রাখবেন৷ যখনই পাসপোর্ট পাওয়া যাবে তখনই ওই ফরমটি এমআরপি পাসপোর্ট দিয়ে আপডেড করতে হবে৷ অর্থাত্‍ আপাতত এমআরপি ছাড়াই অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবে হজ যাত্রীরা৷ রোববার সচিবালয়ে হজ যাত্রী অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধনকালে ধর্মমন্ত্রী এ কথা জানান৷

মতিউর রহমান বলেন,হজ যাত্রীদের দ্রুত এমআরপি পেতে যাতে অসুবিধা না হয় সে জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে অনুরোধ করবে ধর্ম মন্ত্রণালয়৷ চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর পবিত্র হজ অনুষ্ঠিত হবে৷তিনি বলেন, বাংলাদেশ হতে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন সর্বমোট ১ লাখ ১ হাজার ৭৫৮ যাত্রী পবিত্র হজ পালন করতে সৌদি আবর যেতে পারবেন৷ধর্মমন্ত্রী বলেন, সৌদি সরকার ইলেক্ট্রনিক হজ ব্যবস্থপনা চালু করেছেন৷ তাই এ বছর অনলাইন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে৷ একই সঙ্গে এমআরপি পাসপোর্টও বাধ্যতামূলক করা হয়েছে৷

তিনি বলেন, সরকারি ব্যবস্থাপনায় গমন ইচ্ছুক উভয় প্যাকেজের হজ যাত্রীদের ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা৷ সরকার নির্ধারিত ব্যাংকে জমা দিয়ে আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে সরাসরি বা অনলাইনে নিবন্ধন করতে হবে৷ বেসরকারি ব্যবস্থাপনায় প্রত্যেক হজ যাত্রীকে নিবন্ধন ফি বাবদ ১ লাখ ৪৮ হাজার ৩৩১ টাকা ৫০ পয়সা জমা দিতে হবে ৫ ফেব্রুয়ারির মধ্যে৷ দু’প্যাকেজের যাত্রীদের প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা জমা দেয়ার শেষ তারিখ ১০ জুন৷

তিনি আরো বলেন, প্যাকেজের সমস্ত টাকা বাদে কোরবানির জন্য প্রত্যেক হাজিকে কমপেক্ষ ১০ হাজার ৫শ টাকা নিজ দায়িত্বে নিয়ে যেতে হবে৷তবে বাংলাদেশ থেকে হজযাত্রীদের চূড়ান্ত তালিকা সৌদি আরবে জমা দেওয়ার সময় অবশ্যই এমআরপি নম্বরসহ জমা দিতে হবে বলে ধর্মমন্ত্রী মতিউর রহমান জানিয়েছেন৷

অর্থাত্‍ ২০১৫ সালে হজে যেতে আগ্রহীরা আপাতত এমআরপি ছাড়াই অনলাইনে নিবন্ধন করতে পারবেন৷ তবে হজে যেতে হলে অবশ্যই তাদের এমআরপি করতে হবে৷ জে যেতে আগ্রহীদের জন্য এবারও মন্ত্রিসভায় দুই ধরনের প্যাকেজ অনুমোদন দেওয়া হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন৷ প্রথম প্যাকেজের আওতায় হজে যেতে খরচ হবে তিন লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা৷ আর দ্বিতীয় প্যাকেজে খরচ পড়বে দুই লাখ ৯৬ হাজার ২০৬ টাকা৷ এর বাইরে কোরবানির খরচ আলাদা যোগ হবে৷ সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে ২০১৫ সালে মোট এক লাখ এক হাজার ৭৫৮ জন বাংলাদেশি হজে যেতে পারবেন বলে মন্ত্রী জানিয়েছেন৷ তিনি বলেন, দুই প্যাকেজের আওতায় সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার জন হজে যাবেন৷ কোরবানির খরচ হিসেবে প্রত্যেকে বাড়তি ৫০০ সৌদি রিয়াল এবং ব্যক্তিগতভাবে সর্বোচ্চ এক হাজার ডলার সঙ্গে নিতে পারবেন৷

হজে যাওয়ার জন্য আগামী ২১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে নিবন্ধন করা যাবে৷ তবে ১৫ ডিসেম্বর থেকেই নিবন্ধনের জন্য টাকা জমা নেওয়া হবে৷নিবন্ধনের সময় অন্তত এক লাখ ৫১ হাজার ৬৯০ টাকা জমা দিতে হবে৷ বাকি টাকা পরিশোধের জন্য সময় পাওয়া যাবে ১০ জুন পর্যন্ত৷ বেসরকারি ব্যবস্থাপনায় কোনো হজযাত্রীর কাছ থেকে দুই লাখ ৯৬ হাজার ২০৬ টাকার কম নেওয়া যাবে না৷চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২২ সেপ্টেম্বর হজ হওয়ার কথা রয়েছে৷