rezaghatokblog_1418553817_1-1418532429

দৈনিকবার্তা-ঢাকা, ১৪ ডিসেম্বর: সুন্দরবনের শ্যালা নদীতে যে এলাকায় জ্বালানি তেলবাহী ট্যাংকার ডুবেছে, ওই এলাকায় নৌরুট স্থায়ীভাবে বন্ধের সুপারিশ করা হয়েছে৷ রোববার পরিবেশ ও বন মন্ত্রণালয়ে এক আন্তমন্ত্রণালয় সভায় এ সুপারিশ করা হয়৷ সভা শেষে পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম সাংবাদিকদের বিষয়টি জানান৷এর আগে গত মঙ্গলবার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুন্দরবনের শ্যালা নদীতে নৌ চলাচল বন্ধের নির্দেশ দিয়েছিল পরিবেশ ও বন মন্ত্রণালয়৷

সভায় শ্যালা নদী ও এর আশপাশের এলাকায় ছড়িয়ে পড়া যে তেল স্থানীয়রা সংগ্রহ করছেন, এর ক্রয়মূল্য বাড়ানোরও সুপারিশ করা হয়েছে৷ সভা শেষে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খন্দকার রাকিবুর রহমান জানিয়েছেন, শনিবারও সেখানে (শ্যালা নদীর হারিণটানা-তাম্বুলবুনিয়া চ্যানেলে) ডলফিন দেখা গেছে৷ আন্তর্জাতিক িবশেষজ্ঞ মিস্টার ব্রায়ন এবং বাংলাদেশের একজন

বিশেষজ্ঞ লিখিতভাবে জানিয়েছেন,তাঁরা ডলফিন দেখেছেন৷ তাঁরা ডলফিনের গায়ে কোনো তেল দেখেননি এবং ডলফিনের মধ্যে কোনো অসুস্থতা বা অস্বাভাবিকতা লক্ষ্য করেননি৷একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে একটি প্রতিবেদনে বলা হয়েছে,গতকাল শ্যালা নদীর হারিণটানা-তাম্বুলবুনিয়া চ্যানেলে মৃত ইরাবতি ডলফিন দেখা গেছে৷ প্রতিবেদনটিতে বলা হয়, তেলবাহী ট্যাংকার যেখানে ডুবেছিল, সেখান থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে মৃত ইরাবতিকে পাওয়া যায়৷খন্দকার রাকিবুর রহমান দাবি করেন, তাঁরা যত দূর জেনেছেন তেল ৪০-৫০ কিলোমিটার এলাকার মধ্যে ছড়িয়েছে৷

এছাড়া নদী থেকে যারা তেল সংগ্রহ করছে- তাদের চর্মরোগের ঝুঁকি আছে কি না তা খতিয়ে দেখতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে একটি চিকিত্‍সক দল পাঠানোর সুপারিশ করা হয়েছে৷ রোববার আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বৈঠকের বিভিন্ন সিদ্ধান্ত সাংবাদিকদের কাছে তুলে ধরেন৷তিনি বলেন, বৈঠকে ওই এলাকায় নৌ রুট স্থায়ীভাবে বন্ধ করার সুপারিশ করা হয়েছে৷

গত মঙ্গলবার শেলা নদীর মৃগামারী এলাকায় একটি কার্গোর ধাক্কায় সাড়ে তিন লাখ লিটারের বেশি ফার্নেস অয়েলবাহী ট্যাংকার ডুবে যায়৷ পরদিন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই রুট দিয়ে সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেয় নৌ পরিবহন মন্ত্রণালয়৷স্থানীয়রা হাঁড়ি-পাতিল ও স্পঞ্জ ব্যবহার করে নদী থেকে যে তেল সংগ্রহ করছেন তার দাম বাড়ানোরও সুপারিশ করা হয়েছে বলে উপমন্ত্রী জানিয়েছেন৷সভায় তেল কেনার জন্য মোবাইল পারচেইজ সেন্টার এবং সংগৃহীত তেলের ক্রয় মূল্য বাড়ানোর সুপারিশ করা হয়েছে৷

জ্যাকব বলেন, বর্তমানে একশ নৌকা দিয়ে তিনশ কর্মীর মাধ্যমে তেল সংগ্রহ করা হচ্ছে৷ কমপক্ষে ৫০০ নৌকা দিয়ে লোকজনকে উত্‍সাহ যুগিয়ে তেল সংগ্রহ করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে৷ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খন্দকার রাকিবুর রহমান বলেছেন, শেলা নদীতে শনিবার ডলফিন দেখা গেছে এবং সেগুলোর আচরণে কোনো অস্বাভাবিকতা চোখে পড়েনি৷ রোববার একটি সংবাদমাধ্যমে মৃত ইরাবতী ডলফিনেরর ছবি প্রকাশের বিষয়ে ভারপ্রাপ্ত সচিব বলেন, সম্ভবত সেটি ডলফিন নয়৷ বিষয়টি জেনে আপনাদের জানানো হবে৷

সুন্দরবনের জীববৈচিত্র্যের ওপর তেল দূষণের ভবিষ্যত্‍ প্রভাব কেমন হতে পারে সে বিষয়ে খন্দকার রাকিবুর বলেন, পরিবেশের ক্ষয়ক্ষতি হবে, কতটুকু হবে তা এখন নির্ধারণ করা যাচ্ছে না৷ প্রতিবেদন পাওয়ার পর তা বোঝা যাবে৷এতে বন ও জলজ প্রাণির তেমন ক্ষতি হবে না বলে নৌপরিবহন মন্ত্রীর বক্তব্যের বিষয়ে সাংবাদিকদেও প্রশ্নের জবাবে পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বলেন, নৌপরিবহন মন্ত্রী বলেছেন তার নিজের কথা৷ আমরা কোনোটা চ্যালেঞ্জ করিনি বা খণ্ডন করিনি৷সুন্দরবনের পরিবেশের ক্ষয়ক্ষতি হবে৷

তেল দূষণের ক্ষতিকর প্রভাব কমিয়ে আনতে বিদেশি বিশেষজ্ঞ বা বিদেশিদের সহযোগিতা নেওয়া হবে কি না সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সচিব৷তিনি বলেন, বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷তেল ছড়ানো নিয়ে একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্য নাকচ করে পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বলেন, আজ একটি মিডিয়ায় এসেছে সাড়ে তিনশ বর্গকিলোমিটার এলাকায় তেল ছড়িয়েছে, আসলে তা সঠিক নয়৷ ঢাকা থেকে ওই স্পটের দূরত্বও সাড়ে তিনশ কিলোমিটার না৷ আমরা যত দূর জেনেছি, ৪০ থেকে ৫০ কিলোমিটারের মধ্যে তেল ছড়িয়েছে৷