export_sm_270871945

দৈনিকবার্তা-চট্টগ্রাম, ১৬ ডিসেম্বর: দেশের মোট জাতীয় রফতানি আয়ের প্রায় ৯৪ শতাংশই ৮টি পণ্যের মাধ্যমে অর্জিত হয়৷ মোট রফতানির শতকরা ৮০ ভাগেরও অধিক ৪টি বাজারের ওপর নির্ভরশীল৷ এই নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসার জন্য নতুন নতুন পণ্য ও বাজার অন্বেষণ অপরিহার্য৷

রফতানি উন্নয়ন ব্যুরো চট্টগ্রামের পরিচালক মো. আলমগীর সিদ্দিকী এ তথ্য টওকাশ করেন৷ তিনি রফতানি বাণিজ্যের সামপ্রতিক গতি-প্রকৃতি সম্পর্কে আলোচনাকালে বলেন, ২০১৩-১৪ অর্থবছরে ৩০.৫০ বিলিয়ন ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে মোট রফতানি আয় হয়েছিল ৩০.১৭ বিলিয়ন ডলার৷ রফতানি প্রবৃদ্ধি ছিল ১১.৬৫ শতাংশ৷

২০১৪-১৫ অর্থবছরে রফতানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৩.২০ বিলিয়ন ডলার৷ এরমধ্যে বিগত জুলাই থেকে নভেম্বর মাস পর্যন্ত সময়কালে রফতানি আয় দাঁড়িয়েছে ১২০৭০.০৮ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ০.৯২ শতাংশ বেশি৷ এ ধারা অব্যাহত থাকলে নির্ধারিত রফতানির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন৷

জাতীয় রফতানি প্রশিক্ষণ কর্মসূচি ২০১৪-২০১৫-এর আওতায় রফতানি উন্নয়ন বু্যরো চট্টগ্রামের উদ্যোগে ইপিবি চট্টগ্রামের সম্মেলন কক্ষে রুলস অব অরিজিন বিষয়ে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়৷ সেমিনারে বক্তব্য রাখেন বিজিএমইএ’র পরিচালক অঞ্জন শেখর দাশ৷ মূল বক্তব্য উপস্থাপন করেন রফতানি উন্নয়ন ব্যুরো ঢাকাস্থ প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. জাকির হোসেন৷ বিভিন্ন সরকারি বিভাগ, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, রফতানিকারক প্রতিষ্ঠানসহ ৫৮ জন প্রতিনিধি সেমিনারে অংশগ্রহণ করেন৷