জাতীয় বিশ্ববিদ্যালয়ের

দৈনিকবার্তা-গাজীপুর, ১৮ ডিসেম্বর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ অনার্স ভর্তি পরীক্ষা আজ (শুক্রবার) অনুষ্ঠিত হচ্ছে৷ এদিন সকাল ১১ টা হতে দুপুর ১২ টা পর্যনত্ম সারাদেশে একযোগে ১৮০ টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে৷ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ সকালে ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন করবেন৷ জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন৷
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিনেট অধিবেশন এবং ২০১৪ সালের অনার্স ভর্তি পরীক্ষা থাকায় শীতকালীন ছুটির সময়সূচি পরিবর্তন করেছে৷ নতুন সময়সূচি অনুযায়ী শীত কালীন ছুটি ২১ হতে ২৫ ডিসেম্বরের পরিবর্তে আগামী ২০১৫ সালের ৫ হতে ৮ জানুয়ারি পুনঃনির্ধারণ করা হয়েছে৷ শীতকালীন ছুটি উপলক্ষে আগামী ৫ হতে ৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে৷জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন৷