Mirja Fakrul

দৈনিকবার্তা-ঢাকা, ২০ ডিসেম্বর: ভারত থেকে শুল্কমুক্ত চাল আমদানি বন্ধসহ বিপর্যস্ত কৃষিখাতের উন্নয়নে ১৩ দফা দাবি ও ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল৷শনিবার দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির কথা জানান৷বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কৃষকের উত্‍পাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে এবং সার,বীজ,ডিজেল, কীটনাশকসহ কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷

এ সময় কৃষক দলের পক্ষে ২৩ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ দেশব্যাপী ৮দিনের কর্মসূচি ও ১৩ দফা দাবি উথ্থাপন করনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷সরকারের দুর্নীতি ও ব্যর্থতার কারণে কৃষিখাত ধ্বংস প্রায় এ অভিযোগ করে তিনি বলেন, কৃষি গবেষণা সংশ্লিষ্ঠ সকল প্রতিষ্ঠানে মেধাবী, অভিজ্ঞ ও জ্যেষ্ঠ বৈজ্ঞানিক, গবেষকদের বাদ দিয়ে দলবাজ, অযোগ্য, মেধাহীন মানুষদের দায়িত্ব দেয়ার ফলে ঐতিহ্যবাহি এ সকল প্রতিষ্ঠান ধ্বংসের প্রান্তে৷

বর্তমান দখলদার সরকার সুন্দরবনকে নিঃশেষ করে দিতে চায় উল্লেখ করে ফখরুল আরো বলেন, তেলবাহী ট্যাংকার ডুবির ঘটনায় জড়িত ও মদদদাতাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে৷তিনি বলেন, নৌ-পরিবহন মন্ত্রী মহাদয় যে সমস্ত কথা বলেছেন সেগুলো কেউই গ্রহণ করেনি৷ ওই সকল জায়গায় কৃষকরা ধান চাষ করতো, জেলা যারা মাছ ধরতো এবং সুন্দরবনের ওপরে যারা জীবন অতিবাহিত করতো তারা সকলেই হুমকির সম্মুখীন৷

বিদু্যত,তেল গ্যাসের দাম বাড়ানো হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ার করে দেন বিএনপির এ নেতা৷ফখরুল বলেন, বিদু্যতের মূল্যবৃদ্ধি বন্ধ, সীমান্তে বিএসএফর হাতে কৃষক হত্যাকাণ্ড বন্ধ, ভারত থেকে ভুট্টা ও চাল আমদানী বন্ধ, ব্যাংকে কৃষি ঋণের ক্ষেত্রে ঘুষ ও দলীয় চাঁদাবাজি বন্ধ, ব্যাংক ও হাট-বাজারে ইজারাদারদের দৌরাত্ম্য বন্ধ, কৃষি ভর্তুকি বৃদ্ধি, নেরিকা ধানের চাষ বন্ধ, সার-বীজ-কীটনাশক এবং ডিজেলের মূল্য কমানোর দাবিসহ মোট ১৩ দফা দাবিতে আট দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে৷

এর মধ্যে আগামী ২৩ ডিসেম্বর দেশব্যাপী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ, ২৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর বিভাগীয় শহরগুলোতে কৃষকদের নিয়ে আলোচনা সভা এবং ২৯ ডিসেম্বর রাজধানী ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে৷৩০ ডিসেম্বর কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে৷বাংলাদেশে ধানের ফলন ভালো হওয়ায় চাল আমদানির বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি বলেছে, এই কারণে দেশের কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না৷

সাবেক কৃষি প্রতিমন্ত্রী ফখরুল বলেন, বর্তমান সরকার কৃষক ও কৃষিকে অবহেলার চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে৷ বাম্পার ফলন হয়েছে, অথচ কৃষকদের মাথায় হাত৷ তারা তাদের উত্‍পাদিত ধান বিক্রি করতে পারছেন না৷কৃষকের গোলায়, চাতাল ও গুদামে লক্ষ লক্ষ মেট্রিক টন নতুন ধান, চাল থাকার পরও সরকারিভাবে এবং সরকারের আশির্বাদপুষ্ট আমদানিকারকরা ভারত থেকে শুল্কমুক্ত সুবিধায় চাল আমদানি করে একদিকে নিজেরা মুনাফা করছে, অন্যদিকে ধান চাষীদের পথে বসিয়ে দিচ্ছে৷

সরকারের নীতির কারণে ৬০ হাজার পোল্ট্রি ফার্ম বন্ধ হয়ে গেছে দাবি করে কৃষক দল সভাপতি ফখরুল বলেন,এতে ২০ লাখ মানুষ বেকার হয়ে গেছে৷ মত্‍স্য খাতেও রপ্তানি আয় কমেছে৷বর্তমান সরকার কৃষিতে ভর্তুকি কমিয়েছে বলে দাবি করেন তিনি৷ কৃষি ঋণে কৃষকদের কাছ থেকে ১৯ শতাংশ সুদ নেওয়ার অভিযোগও করেন তিনি৷কৃষকের মাঝে ঋণ বিতরণের জন্য কেন্দ্রীয় ব্যাংক ৫% সুদে ট্রাষ্ট ব্যাংককে ২০০ কোটি টাকা দেবে৷ ট্রাষ্ট ব্যাংক সজাগ নামের একটি এনজিওর মাধ্যমে কৃষকদের মাঝে ১৯% সুদে ঋণ বিতরণ করবে৷ বাংলাদেশ ব্যাংক ব্যবস্থার কোথাও ১৯% সুদে লেনদেনের ঘটনা ইতোপূর্বে জানা যায়নি৷

ভারত থেকে চাল আমদানি বন্ধসহ কৃষক দলের অন্য দাবিগুলো হচ্ছে- সরকারিভাবে দ্রুত কৃষকদের কাছ হতে ধান-চাল ক্রয়, ভারতের ভুট্টা আমদানি বন্ধ, রবিশস্য পরিবহনে চাঁদাবাজি ও পুলিশি হয়রানি বন্ধ, হাটে ইজারাদারদের দৌরাত্ম্য কমানো, নেরিকা ধানের চাষ বন্ধ, ডিজেলের মূল্য হ্রাস ইত্যাদি৷

৷ তেলবাহী জাহাজডুবির ঘটনার সঙ্গে জড়িত ও মদদদাতাদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন তিনি৷নয়া পলরটনে এই সংবাদ সম্মেলনে ফখরুলে সঙ্গে ছিলেন কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু, সহসভাপতি এমএ তাহের, মো. তমিজউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক তকদির হোসেন জসিম৷সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু, যুগ্ম সাধারণ সম্পাদক তগবিরি হোসেন জসিম প্রমুখ৷