image_168203.election

দৈনিকবার্তা-ঢাকা, ২৭ ডিসেম্বর: মায়ানমারের বাণিজ্যিক কেন্দ্র ইয়াংগুনে গত ছয় দশকের মধ্যে প্রথমবারের মত শনিবার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচেছ৷ ভোটাররা নগরীর আরো উন্নয়নের জন্য পরিবর্তনের আশা করছেন৷

আগামী বছরের নভেম্বরে দেশটিতে ঐতিহাসিক জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে৷ তার আগে ইয়াংগুনের পৌরসভার এ নির্বাচনকে দেশের গণতান্ত্রিক পরিস্থিতির পরীক্ষা হিসেবে দেশে-বিদেশে ব্যাপক পর্যবেক্ষণে থাকবে৷মায়ানমারের আধা-বেসামরিক সরকারের অধীনে অনেকে ইয়াংগুন নগর উন্নয়ন কমিটির এ নির্বাচনে প্রথমবারের মত ভোট দানের সুযোগ পাচ্ছেন৷স্থানীয় বাসিন্দা খিন মায়াং (৫০) বলেন, গত ৬০ বছরের মধ্যে প্রথমবারের মত ইয়াংগুনে এ নির্বাচন হচ্ছে৷ তাই প্রত্যাশা যে কত তা বলে বোঝানো কঠিন৷ তারপরও আমরা ভোট দিতে এবং আমাদের মনোভাব প্রকাশ করতে এসেছি৷

কমিটির ১শ’ ১৫ টি পদে প্রায় ৩শ’ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ প্রার্থীদের মধ্যে ব্যবসায়ী ও অবসরপ্রাপ্ত বেসামরিক চাকরিজীবী রয়েছেন৷ইয়াংগুনের সানচুয়াং এলাকার বাসিন্দা ফন মউ লিন বার্তা সংস্থা এএফপি’কে বলেন, প্রার্থীদের ব্যাপারে আমি কিছুই জানি না৷ ভোট দেয়ার সময় আমি তাদের নাম দেখলাম৷ তবে ভোটদানের মাধ্যমে আমি উলেস্নখযোগ্য কিছু পরিবর্তনের আশা করছি৷

নির্বাচন কর্মকর্তারা জানান, সন্ধ্যার আগ পর্যনত্ম ভোট গ্রহণ চলবে৷ অবাধ, সুষ্ঠু ও নিরপেৰ নির্বাচন হবে বলে তারা আশা প্রকাশ করেন৷সানচুয়াং এলাকার নির্বাচন পর্যবেক্ষণকারী কর্মকর্তা টিন সো বলেন, প্রার্থীদের প্রতিনিধিদের সামনে ভোট গণনা করা হবে৷ তাছাড়া ভোটাররা চাইলে ভোট গণনার সময় থাকতে পারেন৷