20130305152205wKAMRUL

দৈনিকবার্তা-ঢাকা, ২৭ ডিসেম্বর: আন্দোলনের নামে কোনো ধরণের নৈরাজ্য হলে জনরোষের শিকার হবে বিএনপি বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম৷ দেশকে অস্থিতিশীল করতে আন্দোলনের নামে আবারো নতুন করে ষড়যন্ত্র করছে বিএনপি বলেও জানান আওয়ামী লীগের এ নেতা৷

কামরুল ইসলাম শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ)গোলটেবিল মিলনায়তনে এক আলোচনা সভায় একথা বলেন৷ মহান বিজয় দিবস-২০১৪ উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ৷রাজপথে নামার হুমকি দিলেও আন্দোলন করার সাহস ও সামথর্্য কোনটাই নেই এ কথা উল্লেখ করে কামরুল বলেন, খালেদা জিয়ার ডাকে নাকি জনগণ রাস্তায় নেমে যাবে? তাদের প্রথম রিহার্সাল তো দেখলাম৷ গাজীপুরে হরতাল ডেকে একজনও রাস্তায় নামেনি৷ বিএনপির একটা কর্মীকেও দেখা যায়নি মাঠে৷

তিনি আরো বলেন,গয়েশ্বর গ্রেপ্তার হয়েছে, ডিপফ্রিজে চলে গেছে বিএনপি আরো দুই-একজনকে গ্রেপ্তার করলে কোনো নেতাকর্মীকেও খুঁজে পাওয়া যাবে না৷

২০১৩ সালের মতো দেশে কোনো ধরণের নৈরাজ্যের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হতে বাধ্য হবে উল্লেখ করে গণমাধ্যমকে বিএনপির সংবাদ প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি৷
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আন্দোলনের নামে কোনো ধরনের নৈরাজ্য হলে জনরোষের শিকার হবে বিএনপি৷তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে আন্দোলনের নামে আবারো নতুন করে ষড়যন্ত্র করছে তারা৷ খালেদা জিয়ার ডাকে নাকি জনগণ রাস্তায় নেমে যাবে৷ কিন্তু গাজীপুরে হরতাল ডেকে একজনও রাস্তায় নামেনি৷রাজপথে নামার হুমকি দিলেও আন্দোলন করার সাহস ও সামথর্্য কোনটাই বিএনপির নেই বলে তিনি উল্লেখ করেন৷

সংগঠনের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে এ সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, উপ-কমিটির সহ-সম্পাদক এডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ৷