2014-12-27_6_688529

দৈনিকবার্তা-খুলান, ২৭ ডিসেম্বর: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক (চুন্নু) বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে শ্রমিকদের গুরম্নত্বপূর্ণ অবদান রয়েছে৷ শ্রমিক বান্ধব মহাজোট সরকার শ্রমিকদের কল্যাণে শ্রম আইনের সংশোধন করার চিনত্মা করছে৷প্রতিমন্ত্রী শনিবার সকালে খুলনা বিভাগীয় শ্রম দফতরে খুলনা বিভাগের বিভিন্ন সেক্টরের ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন৷

প্রতিমন্ত্রী বিভিন্ন সেক্টরে শ্রমিকদরে অবদানের কথা উল্লেখ করে বলেন, শ্রম বিভাগের বিশাল সম্পত্তি কিভাবে শ্রমিকদের কল্যাণে ব্যবহার করা যায় তার চিনত্মা করছে সরকার৷ চিকিত্সা সেবা নিশ্চিত করার জন্য দেশের বিভিন্ন স’ানে হাসপাতাল নির্মাণ করাসহ তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে উদ্যোগ নেয়া হবে৷ প্রতিমন্ত্রী ঢাকাতে ২০ তলা বিশিষ্ট লেবার টাওয়ার করার সিদ্ধানত্মের কথাও জানান৷

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ সরকারের শ্রম পরিচালক (যুগ্ম সচিব) এস এম আশরাফুজ্জামান৷ খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের যুগ্ম-পরিচালক এম কে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বেসরকারি পাটকল শ্রমিক ফেডারেশনের সভাপতি জাহাঙ্গীর আলম সবুজ, শ্রমিক লীগের (উত্তর) সভাপতি শেখ আনসার আলী, মহানগর শ্রমিক লীগের সভাপতি হাবিবুর রহমান দুলাল প্রমুখ৷

মতবিনিময় সভায় বক্তারা খুলনা অঞ্চলের বন্ধ মিলগুলো দ্রুত চালু করা, শ্রমিক নেতৃবৃন্দদের অধিকার বিষয়ে প্রশিক্ষণ প্রদান, শ্রমিক কল্যাণ কেন্দ্রগুলোতে চিকিত্সা সেবা প্রদান এবং শ্রমিকদের ন্যায্য অধিকারগুলো বানত্মবায়ন করার দাবি জানান৷ তারা মিলের বিপরীতে মালিকদের গৃহীত ঋণ যথাযথভাবে ব্যবহৃত হচ্ছে কিনা তা খতিয়ে দেখার জন্যও প্রতিমন্ত্রীর নিকট অনুরোধ জানান৷
এতে বিপুল সংখ্যক সরকারি কর্মকর্তা, গণমাধ্যম কর্মীসহ ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ ও শ্রমিক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন৷তথ্য অধিকার আইন বাসত্মবায়নে জেলা উপদেষ্টা কমিটির ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন৷