ferry1

দৈনিকবার্তা-ঢাকা, ২৯ ডিসেম্বর: গ্রীসের কর্ফু দ্বীপের কাছে আড্রিয়াটিক সাগরে আগুন ধরে যাওয়া ইতালির ফেরিতে আটকা পড়া আড়াই শতাধিক আরোহী এখন উদ্ধারের অপেক্ষায় রয়েছেন৷

প্রচন্ড বাতাস সত্ত্বেও হেলিকপ্টারে করে আরোহীদের নিরাপদ স্থানে সরিয়ে আনা হচ্ছে৷ ইতালির নৌবাহিনী বলেছে, সোমবার ভোর নাগাদ ফেরিতে থাকা ৪শ’ ৭৮ জনের মধ্যে ২শ’ ২১ জনকে সরিয়ে আনা হয়েছে৷ফেরি থেকে পানিতে পড়ে এক ব্যক্তির মৃতু্য হয়েছে৷ রোববার ভোরের আগে ওই ফেরিতে আগুন ধরে যায়৷ আগুন লাগার কারণ জানা যায়নি৷ নরম্যান আটলান্টিক নামের এ ফেরি গ্রীসের প্যাটরাস থেকে ইতালির অ্যানকোনা যাচিছল৷আগুনের কারণে গরম বেড়ে যাওয়ায় যাত্রীরা আতংকিত হয়ে পড়েছিলেন৷ তবে এরপর আবহাওয়া শীতল হয়ে যায়৷

ফেরিতে থাকা এক পাচকের স্ত্রী সাংবাদিকদের বলেন, তার স্বামী তাকে ফোন করে বলেন, ‘আমি শ্বাস নিতে পারছি না৷ ইঁদুরের মত আমরা পুড়ে মরতে যাচিছ৷ প্রভু আমাদের বাঁচান’৷অপর এক যাত্রী গ্রীসের টেলিভিশন চ্যানেল মেগাকে বলেন, ‘আমরা বাইরে আছি৷ আমরা খুব ঠান্ডার মধ্যে আছি৷ ফেরির সব জায়গা থেকে ধোঁয়া উড়ছে৷ ফেরিতে এখনও আগুন জ্বলছে৷

বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, হেলিকপ্টার ক্রুরা রাতভর আরোহীদের উদ্ধারের চেষ্টা চালায়৷ উদ্ধার হওয়া ব্যক্তিদের বেশিরভাগকেই পাশর্্ববর্তী জাহাজে স্থানানত্মর করা হয়৷ কয়েকজনকে চিকিত্‍সার জন্য সরাসরি হাসপাতালে পাঠানো হয়৷

গ্রীসের মন্ত্রী মিলটিয়াডিস ভারভিটসোটিস বলেন, ‘উদ্ধার অভিযান চালাতে বেগ পেতে হচেছ৷ দৃশ্যমানতা খুবই কম এবং আবহাওয়ার অবস্থা খুবই খারাপ৷ তবে এখানে বেশ কয়েকটি উদ্ধারকারী জাহাজ আছে৷ ফলে শিগগিরই আটকে পড়াদের উদ্ধারের ব্যাপারে আমরা আশাবাদী৷’তিনি পরবর্তীতে সাংবাদিকদের বলেন, ফেরির আগুন আংশিক নিয়ন্ত্রণে এসেছে৷ফেরিতে আটকা পড়াদের বেশিরভাগই গ্রীসের নাগরিক৷ এছাড়া ইতালি, তুরস্ক, আলবেনিয়া, জার্মানী ও অন্যান্য দেশের বেশ কয়েকজন নাগরিক রয়েছেন৷