বি-চৌধুরী

দৈনিকবার্তা–ঢাকা, ৩০ ডিসেম্বর: পৃথিবীতে কোনো সরকারই শেষ সরকার নয় মন্তব্য করে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, বাংলাদেশে এ সরকারই শেষ সরকার নয়, আগামীতে আরো সরকার আসবে৷

মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের হল রুমে ‘মুসলিম লীগের ১০৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন৷বদরুদ্দোজা চৌধুরী বলেন, বর্তমানে এ দেশে একটি অনির্বাচিত সরবকার ক্ষমতা দখল করে রয়েছে৷ জনগণ তাদের ভোট দেয়নি৷ তারা জোর করে ক্ষমতায় টিকে রয়েছে৷ আবার তারা একটি বিরোধী দলও সৃষ্টি করেছে৷

বর্তমান সরকার জনগণের টাকায় এ বিরোধীদলকে লালন-পালন করছে বলে মন্তব্য করেন তিনি৷

তিনি বলেন, দেশে এখন গণতন্ত্রহীন রাজনীতি চলছে৷ রাজনীনিতে কারো কথা বলার অধিকার নেই, মিছিল-সমাবেশ করার অধিকার নেই৷ এ ভাবে দেশের রাজনীতি চলছে৷সাবেক এ রাষ্ট্রপতি আরো বলেন, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি, কিন্তু কি লাভ হয়েছে? দেশে এখন গণতন্ত্র নেই৷

বর্তমান সরকার সব দিক থেকেই ব্যর্থ’ -মন্তব্য করে বদরুদ্দোজা চৌধুরী বলেন, শাজাহান পুরের ওয়াসার পাইপে পড়া শিশুটি উদ্ধারের জন্য কোনো পদক্ষেপ নিতে পারেনি সরকার৷ এখানেও সরকার ব্যর্থ হয়েছে৷

আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট নুরুল হক মজুমদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- সংগঠনের মহাসচিব কাজী আবুল খায়ের, বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী, এ বি এম হেমায়েত উদ্দিন প্রমুখ৷