দশম জাতীয় সংসদের ৫ম অধিবেশন ১৯ জানয়ারি
দৈনিকবার্তা–ঢাকা, ৩১ ডিসেম্বর : দশম জাতীয় সংসদের ৫ম অধিবেশন আগামী ১৯ জানয়ারি সোমবার বিকাল ৪টায় শুরু হবে৷বুধবার রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচেছদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশনের আহবান করেছেন৷এটি হবে নতুন বছরের অর্থাত্‍ ২০১৫ সালের প্রথম অধিবেশন৷ সংবিধান অনুযায়ি বছরের প্রথম অধিবেশন হিসাবে এ অধিবেশনে রাষ্ট্রপতি সরকারের কর্মকান্ড ও জাতীয় উন্নয়নের ভবিষ্যত্‍ দিকনির্দেশনামূলক ভাষণ দিবেন৷ সে হিসাবে এ অধিবেশন অত্যনত্ম গুরুত্বপূর্ণ৷

এ অধিবেশনে রাষ্ট্রপতির দেয়া ভাষণে আনীত ধন্যবাদ প্রসত্মাবের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে৷ তাই, এ অধিবেশন দীর্ঘতর হওয়ার কথা রয়েছে৷ এছাড়াও এ অধিবেশনে আইন প্রণয়ন ছাড়াও বিভিন্ন গুরম্নত্বপূর্ণ ইসূ্যতে আলোচনা অনুষ্ঠিত হবে৷সর্বশেষ গত ৩০ নভেম্বর বর্তমান সংসদের চতুর্থ অধিবেশন শেষ হয়৷ দশম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন গত ১৩ নভেম্বর শুরু হয়৷ মোট ১০টি কার্যদিবসের এ অধিবেশনে ১০টি সরকারি বিলের মধ্যে ৭টি পাস হয়৷

এছাড়া ওই অধিবেশনে আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ৫শ’টি নোটিশের মধ্যে ১৮টি নোটিশ গৃহীত হয় এবং গৃহীত নোটিশের মধ্যে ৬ টি সংসদে আলোচিত হয়৷ ৭১(ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ছিল ১০৫টি ৷

ওই অধিবেশনে প্রধানমন্ত্রীর সাউথ সাউথ কো-অপারেশন ভিশনারী এ্যাওয়ার্ড অর্জন করায় ১৪৭ বিধিতে ধন্যবাদ প্রসত্মাব গৃহীত হয়৷ এছাড়া স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী যথাক্রমে সিপিএ এবং আইপিইউর চেয়ারপার্সন ও সভাপতি নির্বাচিত হওয়ায় অনুরূপ ধন্যবাদ প্রসত্মাব গ্রহণ করা হয়৷এছাড়া চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য সর্বমোট ১৩৬টি প্রশ্নের মধ্যে তিনি ১৭টি প্রশ্নের উত্তর দেন৷