দৈনিকবার্তা-ঢাকা, ১ জানুয়ারি: অনলাইন গণমাধ্যমের জন্য পৃথক নীতিমালা তৈরী করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু৷দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের বর্ষপূর্তি অনুষ্ঠান উদ্বোধন শেষে তথ্যমন্ত্রী এ তথ্য জানান৷

তথ্যমন্ত্রী বলেন, অনলাইন গণমাধ্যম এমন একটি ক্ষেত্র যা মানুষের মধ্যে দ্রুত সংবাদ পৌঁছে দেয়৷ আর এটা সম্ভব হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে৷ ২০০৮ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার মাঝে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পৌঁছে দেবেন বলে একটি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছিলেন৷ ওই সিদ্ধান্তের ধারাবাহিকতায় আজ দেশে বেশ কিছু অনলাইন গণমাধ্যম গড়ে উঠেছে৷ এখন পর্যন্ত আমরা এ ক্ষেত্রটির জন্য পৃথক নীতিমালা তৈরী করতে পারিনি৷

তিনি বলেন, ‘আমরা অনলাইন গণমাধ্যমগুলোর সম্পাদক ও কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করেছি৷ ওই কমিটি অনলাইন নীতিমালা তৈরীর ব্যাপারে একটি রিপোর্ট আমাদের কাছে জমা দিয়েছে৷ আশা করি, অতি শিগগিরই অনলাইন গণমাধ্যমের জন্য একটি পৃথক গণতান্ত্রিক নীতিমালা প্রস্তুত করতে পারব৷

তথ্যমন্ত্রী বলেন, গণতন্ত্র ও গণমাধ্যম একে অন্যের পরিপূরক৷ গণতন্ত্র ও গণমাধ্যম একটি সীমার মধ্যে কাজ করে৷ এ সীমা তৈরী করা হয় দেশের প্রচলিত আইন ও সংবিধানের মাধ্যমে৷ দেশের প্রতি গণমাধ্যম ও গণতন্ত্রের কিছু দায়বদ্ধতা আছে৷ দেশের স্বাধীনতা, মানবাধিকার, ধর্মীয় মূল্যবোধ, অর্থনৈতিক মুক্তি, অসামপ্রদায়িকতা এবং দেশের মাটি ও মানুষের প্রতি গণমাধ্যমের দায়বদ্ধতা রয়েছে৷

ইনু বলেন, গণতন্ত্রে যেমন অগণতন্ত্র, সামপ্রদায়িকতার ষড়যন্ত্র রয়েছে; ঠিক তেমনি গণমাধ্যমেও কিছু অসাধু, অস্বচ্ছ সংবাদকর্মী রয়েছেন৷ তারা অগণতান্ত্রিক শক্তিকে সমর্থন করে, জঙ্গিবাদ ও সামপ্রদায়িকতাকে উস্কে দেয়৷ এমন হলুদ সাংবাদিকতার মাধ্যমে তারা গণমাধ্যমের স্বচ্ছ আয়নাকে অস্বচ্ছ করে দিতে চায়৷ আমি আশা করব, আপনারা এ সব বিষয়ে সচেতন থাকবেন৷ দেশের প্রচলিত আইনের মধ্য দিয়েই আপনারা কাজ করবেন৷ গণমাধ্যমের সম্পাদক ও সংবাদকর্মীদের প্রতি আমার অনুরোধ থাকবে, আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে আপনারা কাজ করবেন৷

এর আগে, তথ্যমন্ত্রী দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু ও অনলাইন গণমাধ্যমটির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ইউনাইটেড মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান কাজী ফরিদ উদ্দিন আহমেদকে সঙ্গে নিয়ে কেক কেটে বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন৷

অনুষ্ঠানের শুরুতে দ্য রিপোর্টের ইংরেজি বিভাগের প্রয়াত বার্তা সম্পাদক মো. আল-আমিনের রূহের মাগফিরাত কামনা করে এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়৷কেক কেটে উদ্বোধনের পর ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে দ্য রিপোর্ট টুয়েন্টিফোরের গত এক বছরের চলার পথের গল্প আমন্ত্রিত অতিথিদের দেখানো হয়৷