Hajj And Umra Fair_BICC-----------------7

দৈনিকবার্তা-ঢাকা, ২ জানুয়ারি: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন,নাশকতার আশঙ্কা থাকলে ৫ জানুয়ারি ঢাকায় বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হবে না৷ আসাদুজ্জামান খান জানুয়ারি বিএনপির সমাবেশের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান৷ তিনি বলেন, ৫ জানুয়ারি আসতে এখনো দুই-তিন দিন বাকি৷ বিষয়টি ভেবে দেখা হচ্ছে৷

শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন৷ হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) চার দিনব্যাপী অষ্টম হজ-ওমরাহ মেলার উদ্বোধন করতে প্রতিমন্ত্রী সেখানে যান৷

আসাদুজ্জামান খান বলেন,যদি কোনো ধরনের নাশকতার আশঙ্কা থাকে তাহলে বিএনপিকে সমাবেশ করতে দেওয়া হবে না৷ তবে যদি নাশকতার বিষয়টি না থাকে এবং শান্তিপূর্ণ সমাবেশের বিষয় হয় তাহলে আমরা ব্যাপারটি ভেবে দেখব৷৫ জানুয়ারি বিএনপি যেকোনো মূল্যে সমাবেশ করার ঘোষণা দিয়েছে৷ এটি আইনশৃঙ্খলার জন্য হুমকি কি না সাংবাদিকদের এই প্রশ্নের কোনো উত্তর দেননি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী৷

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান, শাপলা চত্বর বা নয়াপল্টন এই তিন জায়গার যেকোনো একটিতে ৫ জানুয়ারি সমাবেশ করার অনুমতি চেয়ে ২২ ডিসেম্বর আবেদন করেছিল বিএনপি৷ তবে সমাবেশের অনুমতির বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এখনো কোনো সাড়া পায়নি দলটি৷বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানিয়েছেন তিনি৷

৫ জানুয়ারির নির্বাচনের দিনকে গণতন্ত্র হত্যা দিবস’আখ্যা দিয়ে বছর পূর্তিতে ওই দিনে সারাদেশে সমাবেশ ও কালো পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছে বিএনপি৷ ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে জনসভা করতে পুলিশের অনুমতি চেয়েছে দলটি৷

অন্যদিকে ওই দিনটি সংবিধান ও গণতন্ত্র রক্ষা দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়ে রাজপথে সেদিন যে কোনো নাশকতা মোকাবেলার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ৷পুলিশ বিএনপির জনসভা নিয়ে টালবাহানা করছে বলে আগের দিন অভিযোগ করেছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী৷

জনসভার অনুমতির বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী কামাল বলেন, যদি নাশকতার আশঙ্কা থাকে সেক্ষেত্রে সমাবেশ করার অনুমতি পাবে না৷ এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে৷

পুলিশের অনুমতি না পেলেও বিএনপির জনসভা করার ঘোষণার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, তারা (বিএনপি) সমাবেশ করলে করবে৷ তবে সব কিছু আইনশৃঙ্খলা বাহিনী দেখছে৷মাত্র তো ২ তারিখ, সময় তো আরো আছে৷

হজের নামে মানব পাচারের অভিযোগ নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিচ্ছিন্নভাবে হজে পাঠানোর ব্যাপারে দালাল- প্রতারকদের কথা শোনা গেলেও সুনির্দিষ্ট কোনো অভিযোগ তাদের কাছে আসেনি৷এ বিষয়ে কেউ তথ্য দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি৷