দৈনিকবার্তা-ঢাকা, ৩ জানুয়ারি: রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধুশেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিলন হলে জরুরি ওষুধের উপর দুইদিন ব্যাপী আনত্মর্জাতিক সম্মেলন এ শনিবার শেষ হয়েছে৷নেতৃত্বস্থানীয় বিজ্ঞানী এবং গবেষকগণ বাংলাদেশ সোসাইটি অব ইমারজেন্সি মেডিসিন (বিএসইএম) আয়োজিত এই অনুষ্ঠানে জরম্নরি ওষুধের সব দিক সম্পর্কে অভিজ্ঞতা বিনিময় করেন৷বিএসইএম’র সভাপতি অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ডা. এম আর খান৷ডা. এম আর খান, স্বাস্থ্য খাতে জরম্নরি ব্যবস্থাপনা বিকাশের প্রতিশ্রুতি নিয়ে কর্পোরেট ব্যবসায়ীদেরকে এগিয়ে আসার আহ্বান জানান৷

তিনি বলেন, আমরা তাদের (বেসরকারি প্রতিষ্ঠানের) সহায়তা ছাড়া নির্দ্দিষ্ট সময় সীমার মধ্যে লক্ষ্য অর্জন করতে পারব না, কারণ দক্ষ মানব শক্তি উন্নয়ন সহজ কাজ নয়, এর জন্য লক্ষ্য, পরিকল্পনা কৌশল ও অর্থায়নের প্রয়োজন৷

বিশেষ অতিথির বক্তৃতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, জরম্নরী ওষুধের জন্য বর্তমানে সময়ের একটি চাহিদা দক্ষতার উন্নয়ন এবং আমার বিশ্ববিদ্যালয় একটি বিশ্বমানের জরম্নরি বিভাগের স্থাপনের জন্য কাজ করছে৷

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বিএসইএম’র প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক মির্জা মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. রাগহিব মনজুর, অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ ও ডা. মোহাম্মদ ওহিদুল আলম ৷কর্মসূচির অংশ হিসেবে জরুরি ওষুধ সেবায় প্রশিক্ষণ প্রাপ্ত সোসাইটির ৯৫ জন ডাক্তার এবং ৭০ জন নার্স উপস্থিত ছিলেন৷