image_171438.menon-1

দৈনিকবার্তা-ঢাকা, ৪ জানুয়ারি: বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ধর্মের নামে রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন৷

তিনি বলেন, শানত্মির ধর্ম ইসলাম কখনও ধমর্ীয় মৌলবাদ-জঙ্গীবাদ তথা ধর্মের নামে বাড়াবাড়িকে সমর্থন করে না৷ ইসলামের সাম্যবাদের শিৰা গ্রহণ করে সকল ধর্মপ্রাণ মানুষকে ধমর্ীয় মৌলবাদের বিরম্নদ্ধে রম্নখে দাঁড়াতে হবে৷

মন্ত্রী রোববার পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে ময়দানে আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির সংৰিপ্ত বক্তৃতায় এ কথা বলেন৷ বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী বলেন, ধর্মের নামে রাজনীতি আসলে ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে এক ধরনের ফায়দা হাসিলের কারসাজী, যা চলতে দেয়া যায় না৷ মৌলবাদ ও ধমর্ীয় অনুশাসন দুটি সম্পূর্ন ভিন্ন জিনিষ৷ ধমর্ীয় অনুশাসনের ধোঁয়া তুলে মানুষকে বিভ্রানত্ম করা গর্হিত অপরাধ৷

তিনি বলেন, প্রায় সাড়ে ১৪শ বছর আগের এই দিনে আরবের সম্বানত্ম কুরাইশ বংশে আমাদের প্রিয় নবী ও রাসুল হযরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন এবং এই দিনেই তিনি পৃথিবী থেকে বিদায় নেন৷ তাই দিনটি মুসলিম উম্মাহর জন্য অত্যনত্ম তাত্‍পর্যপূর্ণ একটি দিন৷অনুষ্ঠানে মাইজভান্ডার দরবার শরীফের গদিনশীন পীর মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল-হাছানী আল-মাইজভান্ডারী প্রধান অতিথির বক্তৃতা করেন৷মাইজভান্ডারী এসোসিয়েশনের সভাপতি তসলিম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন রাজনিতিক,ইসলামী চিনত্মাবিদ ও গবেষকগণ রাসুল (সা.) পবিত্র জীবন যাপন প্রণালী, ধমর্ীয় অনুশাসন এবং ইসলামের মর্মবাণী সম্পর্কে আলোকপাত করেন৷

আলোচনা পর্ব শেষে অতিথিবৃন্দের অংশ গ্রহণে মুসলিম উন্মাহর শানত্মি ও সমৃদ্ধি কামণা করে বিশেষ মোনাজাত এবং একটি একটি আনন্দ মিছিল (জশনে জুলুস) অনুষ্ঠিত হয়৷ জশনে জুলুসটি শাহজাহানপুর রেলওয়ে ময়দান থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন রাজপথ প্রদক্ষিণ করে৷