1410356338

দৈনিকবার্তা-ঢাকা, ৪ জানুয়ারি: নতুন মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও সম্পূরক শুল্ক আইনের আওতায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ব্যাংক হিসাব জব্দের ক্ষমতা বিলোপসহ আরো কিছু ধারায় আপত্তি বহাল রেখেছেন ব্যবসায়ীরা৷ সমপ্রতি অনুষ্ঠিত এ-সংক্রান্ত কমিটির দ্বিতীয় সভায়ও ব্যবসায়ীদের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে জোরালো দাবি জানানো হয়৷

ব্যবসায়ী প্রতিনিধিদের পক্ষ থেকে নতুন ভ্যাট আইনে এনবিআর কর্মকর্তাদের স্বেচ্ছাধীন ক্ষমতা বিলোপের বিষয়টি অন্তর্ভুক্তির দাবি ওঠে৷ এর বিরুদ্ধে অবস্থান নিয়ে এনবিআর জানায়, সরকারি রাজস্ব বৃদ্ধির প্রয়োজনে অনমনীয় বিধান করার প্রয়োজন হয়৷ এতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকছে বলেও উল্লেখ করেন তারা৷ এনবিআর সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন এ প্রসঙ্গে বলেন, পুরো বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে৷ কোনো কিছু চূড়ান্ত না হওয়ায় মন্তব্য সম্ভব নয়৷

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ পাওয়ার শর্তে ভ্যাট আইন নতুনভাবে প্রণয়ন করা হয়৷ আর কর ব্যবস্থাপনায় সংস্কারের অংশ হিসেবে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ সালের ২৭ নভেম্বর জাতীয় সংসদে পাস হয়৷ আইনটি ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকরের সময়সীমা নির্ধারিত হয়৷

নতুন ভ্যাট আইনে ব্যবসায়ী পর্যায়ে প্রযোজ্য প্যাকেজ ভ্যাট অন্তর্ভুক্ত না করায় ব্যবসায়ীরা ক্ষোভ ও আশঙ্কা প্রকাশ করেন৷ এ পরি প্রেক্ষিতে এফবিসিসিআই প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহমেদ অর্থমন্ত্রীর কাছে ২১ জুলাই নতুন ভ্যাট আইন বাতিলের লিখিত দাবি জানান৷

ব্যবসায়ীদের অভিমত, আইনটি অবাস্তব, অসঙ্গতিপূর্ণ এবং তাদের স্বার্থপরিপন্থী৷ তাদের পক্ষ থেকে নতুন আইনের ভালো দিকগুলো সংযোজন করে পুরনো ভ্যাট আইন সংশোধনের দাবি জানানো হয়৷কাজী আকরাম উদ্দিন আহমেদ ১৯৯১ সালের পুরনো আইন বহাল রাখার দাবি জানিয়ে বলেন, দীর্ঘ ২৩ বছর ধরে যে আইনে দেশের মানুষ ভ্যাট দিয়ে অভ্যস্ত; সে আইন বাতিল করে নতুন আইন প্রণয়ন ও বাস্তবায়ন করলে তা বাস্তবসম্মত হবে না৷

প্রস্তাবিত আইনে ২১ অনুচ্ছেদে ১৯৩ শাখা রয়েছে৷ নতুন আইনে ভ্যাট কর্মকর্তাদের ক্ষমতা হ্রাস, ভ্যাটের পরিধি বাড়ানো, ভ্যাট প্রদান প্রক্রিয়া সহজ করা ও কর ফাঁকি রোধের কার্যকরবিধান রয়েছে৷

খসড়ায় জরুরি সংকটপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় ভ্যাট অব্যাহতির সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে৷ এছাড়া অযথা যানবাহন তল্লাশির ক্ষমতার বিধান বিলোপের প্রস্তাব রয়েছে৷ ব্যবসায়ীদের খরচ কমাতে অগ্রিম ভ্যাট দেয়ার বর্তমান বিধান বাতিল করে কিস্তিতে পরিশোধের বিধান রাখা হয়েছে৷ পণ্যমূল্য নির্ধারণের ক্ষমতা ব্যবসায়ীদের কাছে রাখার প্রস্তাব করা হয়েছে৷ ব্যবসায়ীরা যে মূল্য নির্ধারণ করবেন, তার ভিত্তিতে আদায় হবে ভ্যাট৷

ব্যবসায়ীদের বিরোধিতার পরিপ্রেক্ষিতে এনবিআরের সাবেক সদস্য আলী আহমেদকে চেয়ারম্যান ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি জসিম উদ্দিনকে কো-চেয়ারম্যান করে একটি কমিটি গঠিত হয়৷ কমিটিকে দুই মাসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দেয়ার কথা বলা হয়৷ একই সঙ্গে আইন বাস্তবায়ন এক বছর পিছিয়ে ২০১৬ সালের ১ জুলাই পুননির্ধারিত হয়৷