news_img

দৈনিকবার্তা-পীরগঞ্জ, ৪ জানুয়ারি:  গত শনিবারের বৃষ্টিপাতের ফলে পীরগঞ্জ উপজেলায় ভূট্টা ও গমের উপকারের পাশাপাশি আলু ও সরিষা ক্ষেত ক্ষতির আশংকা দেখা দিয়েছে৷ উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ বিভিন্ন এলাকা ঘুরে এসে জানান, গত শনিবার এ উপজেলায় ৫৩ মিলি মিটার বৃষ্টিপাত হয়েছে৷ ফলে এখনো কিছু কিছু জমির আল,ু সরিষা ও গম ক্ষেতে পানি জমে আছে৷বর্তমান মেগলা আবহাওয়া আগামি ২/৩ দিন অব্যাহত থাকলে ফসলের ক্ষয়-ক্ষতি হবে৷ তবে তিনি জানান, কৃষকরা জমে থাকা পানি কেটে দিয়ে এবং কোন কোন ক্ষেত্রে মেশিন দিয়ে পানি নিস্কাশনের চেষ্টা করছেন৷ আগামি ২/৩ দিন রৌদ্র হলে তেমন ক্ষয়-ক্ষতি হবে না৷ এদিকে বৃষ্টি মুখর মেঘলা আবহাওয়ায় শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে৷ ফলে হত দরিদ্র ও ছিন্নমুল মানুষ শীতবস্ত্র অভাবে কষ্টে দিনাতিপাত করছে৷ দিন মজুর শ্রেণীর কর্ম জীবি মানুষ কাজে যেতে না পারায় সমস্যায় পড়েছে৷ সরকারিভাবে পাওয়া শীত বস্ত্র চাহিদার তুলনায় একেবারে অপ্রতুল৷ এসব ছিন্নমুল ও অভাবী মানুষের শীত নিবারনে এগিয়ে আসতে সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন এলাকার মানুষ৷