80003_101

দৈনিকবার্তা-ঢাকা, ৪ জানুয়ারি: রাজধানীতে রোববার বিকেল ৫টা থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের মিছিল, সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)৷ডিএমপি’র যুগ্ম-কমিশনার মনিরম্নল ইসলাম জানান, যেকোন সহিংসতা ও অরাজকতা পরিহার করতে এবং নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি অধ্যাদেশের ২৮ ও ২৯ ধারা অনুসারে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যনত্ম এ নিষেধাজ্ঞা বলবত্‍ থাকবে৷কেউ এ নির্দেশ অমান্য করার চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ডিএমপি’র পক্ষ থেকে জানানো হয়েছে৷

পাঁচ জানুয়ারি পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনার মধ্যে ঢাকা মহানগরে সব ধরনের মিছিল, সভা, সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ করেছে পুলিশ৷ রোববার ঢাকা মহানগর পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকাল ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবত্‍ থাকবে৷

ঢাকার পুলিশ কমিশনার বেনজীর আহমেদ ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ঢাকা মেট্রোপলিটন এলাকায় সোমবার ৫ জানুয়ারি ২০১৫ খ্রিঃ তারিখ কয়েকটি দলের পাল্টাপাল্টি সভা-সমাবেশের কর্মসূচি রয়েছে৷ এই পরিপ্রেক্ষিতে আমার নিকট এই মর্মে প্রতীয়মান হয়েছে যে, এ ধরনের মিছিল সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালিত হলে অন্তর্ঘাতমূলক কার্যক্রম ও সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি হতে পারে, যাতে ঢাকা মেট্রোপলিটন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জননিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘি্নত হওয়ার সমূহ সম্ভাবনা বিরাজমান৷

পুলিশ বলছে, বিকাল ৫টা থেকে ঢাকা মহানগর এলাকায় কোনো ধরনের মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, গণ অবস্থান, সভা-সমাবেশ, মিছিল চলবে না৷ লাঠি-ছড়ি, বিস্ফোরক বা কোনো আগ্নেয়াস্ত্র বহন করা যাবে না৷গতবছর ৫ জানুয়ারি বিএনপি ও শরিকদের বর্জনে ব্যাপক সহিংসতার মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচন হয়, যাতে নির্বাচিত হয়ে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ৷

ক্ষমতাসীন দলটি এ বছর দিনটি সংবিধান ও গণতন্ত্র রক্ষা দিবস এবং বিএনপি গণতন্ত্র হত্যা দিবস হিসাবে পালনের জন্য ঢাকায় কর্মসূচি দিলে তৈরি হয় উত্তেজনা৷বিএনপির পক্ষ থেকে বলা হয়, তারা যে কোনো মূল্যে সোমবার ঢাকায় জনসভা করবে৷ অন্যদিকে একই দিনে ঢাকার ১৬টি স্থানে সমাবেশের কর্মসূচি দিয়ে আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপিকে মাঠে নামতে দেওয়া হবে না৷ এই পরিস্থিতিতে নতুন করে রাজনৈতিক সংঘাতের আশঙ্কায় ব্যবসায়ীদের পক্ষ থেকেও আলোচনার মাধ্যমে বিরোধ মীমাংসার আহ্বান আসে৷

এরই মধ্যে শনিবার রাতে নয়া পল্টনে বিএনপির প্রধান কার্যালয়ে তল্লাশি চালিয়ে সেখানে তালা লাগিয়ে দেয় পুলিশ৷ হঠাত্‍ অসুস্থ’ হয়ে পড়া বিএনপি নেতা রুহুল কবির রিজভীকে বিএনপি অফিস থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার গুলশান কার্যালয় থেকে নয়া পল্টনে যাওয়ার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়েন৷ পরে তাকে অফিসেই রাত কাটাতে হয়৷ রোববারও নিজের কার্যালয়ে কার্যত অবরুদ্ধ হয়ে আছেন খালেদা জিয়া৷ বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব তার অফিস ঘিরে রেখেছে৷ সাংবাদিকদেরও সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না৷

এদিকে সকাল থেকেই বরিশাল, মুন্সীগঞ্জ, রাজশাহী, রংপুরসহ বিভাগীয় ও জেলা শহরগুলো থেকে ঢাকামুখী বাস ও লঞ্চ চলাচল কার্যত বন্ধ রয়েছে৷ মালিকপক্ষ যানবাহন বন্ধ রাখায় যাত্রীরা পড়ছেন চরম বিপাকে৷পুলিশ যানবাহন চলাচলে কোনো নিষেধাজ্ঞার কথা স্বীকার না করলেও লঞ্চ ও পরিবহন মালিকদের কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ওপরের নির্দেশে তারা ঢাকার দিকের যাত্রী পরিবহন বন্ধ রেখেছেন৷

৫ জানুয়ারিকে সামনে রেখে বিএনপি এবং আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণাকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাতময় পরিস্থিতি সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনী৷

এ সময় ভাঙচুর, অগি্নসংযোগসহ যে কোন ধরনের ফৌজদারি অপরাধে কাউকে ছাড় না দেয়ার কথা জানিয়েছে পুলিশ৷সংঘাতের শঙ্কায় ইতোমধ্যেই রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে বাড়ানো হয়েছে পুলিশি টহল৷

৫ জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস উল্লেখ করে সোমবার রাজধানীতে সমাবেশের ঘোষণা দেয় বিএনপি৷ একই দিনে পাল্টা সমাবেশের ঘোষণা দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগও৷পাশাপাশি গোয়েন্দা নজরদারিবৃদ্ধিসহ সম্ভাব্য নাশকতা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে তারা৷

ডিএমপির উপ-কমিশনার (ডিসি)মাসুদুর রহমান বলেন, নাশকতা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ৷ ফৌজদারি অপরাধে কাউকে ছাড় দেয়া হবে না৷

নিরাপত্তা জোরদার প্রসঙ্গে র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানান, জনগণের জানমাল রক্ষায় র্যাব কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে৷ ইতিমধ্যে র্যাবের সব ব্যাটেলিয়নের সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে৷রাজধানীতে টহলের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট তৈরি করে তল্লাশি করা হবে বলে জানান তিনি৷