Atghoria-Polli-biddut_1

দৈনিকবার্তা-পাবনা, ৪ জানুয়ারি:  পাবনার আটঘরিয়া উপজেলার উপজেলার নছিরামপুর, দুর্গাপুর, ইসলামপুর ও রামেশ্বরপুর (আরপি বাজার) চারটি গ্রামে সোয়া ছয় কিলোমিটার বিদু্যত লাইন সংযোগের উদ্বোধন করেছেন ভূমি মন্ত্রী ও জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি শামসুর রহমান শরীফ ডিলু এমপি৷ বিদু্যত্‍ লাইন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী বলেন, সরকার সারাদেশে বিদু্যতের চাহিদা মেটাতে সক্ষম হয়েছে৷ বিদু্যত্‍ সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দিতে সরকার আনত্মরিকতার সাথে কাজ চালিয়ে যাচ্ছে৷ মন্ত্রী বলেন, সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ, কৃষি পণ্যের মূল্য, ভিজিডি, ভিজিএফ, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, পঙ্গু ভাতা, নারীর ক্ষমতায়ন, নারীদের মৌলিক অধিকার নিশ্চিত করার সকল প্রচেষ্টা অব্যাহত রেখেছে৷ তিনি সকল শিশুকে স্কুলে পাঠানো নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষক ও সমাজসেবকদের প্রতি আহ্বান জানান৷উল্ল্লেখ্য, বর্তমান সরকারের আমলে জানুয়ারি ২০০৯ থেকে নভেম্বর ২০১৪ পর্যন্ত আটঘরিয়া উপজেলায় ১০৭ কি.মি. বিদু্যত্‍ লাইন নির্মাণ করে ১২ হাজার ৭৫৪টি বিভিন্ন শ্রেণীর গ্রাহককে সংযোগ প্রদান করা হয়েছে৷ চলতি বছরে আরও অতিরিক্ত ১৫০ কি.মি. বিদু্যত্‍ সঞ্চালন লাইন সংযোগ প্রদানের কাজ চলমান রয়েছে৷পরে মন্ত্রী ছয় দশমিক দুই কিলোমিটার বৈদু্যতিক লাইন সংযোগ এর শুভ উদ্বোধন করেন৷ এক কোটি টাকা ব্যয়ে আবাসিক ও বাণিজ্যিক ৪৬৯টি স্টেকিংকৃত সদস্যের অনুকূলে সিআই -০৪টি, রাইচ মিল-০২টি ও অগভীর নলকূপ-০৩টি, ওয়্যারিংকৃত গ্রাহক সংখ্যা আবাসিক ও বাণিজ্যিক সিআই-৪৫৭টি, স্থাপিত ট্রান্সফরমার সংখ্যা-২১টি (১০ কেভিএ-১৪টি ও ৫ কেভিএ-০৭টি)তালিকাভুক্ত বৈদু্যতিক লাইনের সংযোগ দেয়া হয়৷ পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, পাবনা পলস্নী বিদু্যত্‍ সমিতি-১ এর জিএম প্রকৌশলী আঃ মতিন, প্রকল্প বিভাগের নির্বাহী প্রকৌশলী মানবেন্দ্র লাল মোসত্মাফী, আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজিব, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক আঃ গফুর, আওয়ামী লীগ নেতা বশীর আহমেদ বকুল বক্তব্য দেন৷