36746_1

দৈনিকবার্তা-ঢাকা, ৪ জানুয়ারি: অভিজ্ঞ ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারার ১১তম ডাবল-সেঞ্চুরিতে ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিন শেষে ১১৩ রানে এগিয়ে সফরকারী শ্রীলংকা৷ প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের করা ২২১ রানে জবাবে সাঙ্গাকারার ২০৩ রানের কল্যাণে ৩৫৬ রানে অলআউট হয় লংকানরা৷ফলে ১৩৫ রানের লিড পায় সফরকারীরা৷ এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নেমে বিনা উইকেটে ২২রান তুলে দিন শেষ করেছে বস্ন্যাক ক্যাপসরা৷প্রথম দিনের চার-বিরতির পর নিউজিল্যান্ডকে অলআউট করে দিয়ে ব্যাটিং-এ নেমে খাদের কিনারায় পড়ে যায় শ্রীলংকা৷ স্কোর বোর্ডে ৭৮ রান উঠতেই অর্ধেক ব্যাটসম্যান অথ্যর্াত্‍ ৫ উইকেট হারায় লংকানরা৷ তাই শংকা জেগেছিলো দ্বিতীয় দিনের শুরুতেই গুটিয়ে যাবে সফরকারীদের ইনিংস৷

কিন্তু না, তা হতে দেননি বর্তমানে ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোকিত ব্যাটসম্যান সাঙ্গাকারা৷ ৩৩ রান নিয়ে খেলতে নেমে নিউজিল্যান্ড বোলারদের বুক উচিয়ে শাসনই করেছেন তিনি৷ শাসন করতে গিয়ে টেস্ট ক্যারিয়ারে ৩৮তম বারের মত ছুঁয়ে ফেলেন তিন অংকের কোঠা৷

সেঞ্চুরি করেও মন ভরেনি সাঙ্গাকারার৷ সেঞ্চুরিকে রুপানত্মর করেছেন ডাবল-সেঞ্চুরিতে৷ শ্রীলংকার ইনিংসের ১০২তম ওভারের প্রথম বলটি বাউন্ডারি ছাড়া করে ক্যারিয়ারে ১১তম ডাবল-সেঞ্চুরির স্বাদ পান সাঙ্গাকারা৷ সবের্াচ্চ ১২টি ডাবল-সেঞ্চুরি নিয়ে সবার উপরে আছেন টেস্টে সর্বযুগের সেরা ডন ব্র্যাডম্যান৷

শেষ পর্যনত্ম ১৮টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারিতে ৩০৬ বল মোকাবেলা করে ২০৩ রানে আউট হন সাঙ্গাকারা৷ এছাড়া শ্রীলংকার পক্ষে ব্যাট হাতে বলার মত স্কোর করেছেন দিনেশ চান্ডিমাল৷ ৬৭ রান করেন তিনি৷ আর লংকানদের ইনিংস গিয়ে থামে ৩৫৬ রানে৷ নিউজিল্যান্ডের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন ডগ ব্রেসওয়েল ও জেমস নিশাম৷প্রথম ইনিংস থেকে ১৩৫ রানে পিছিয়ে থেকে দিনের শেষভাগে দ্বিতীয় ইনিংসে ১১ ওভার ব্যাট করার সুযোগ পায় নিউজিল্যান্ড৷ কোন উইকেট না হারিয়ে ২২ রান তুলে কিউইরা৷