boam

দৈনিকবার্তা-ঢাকা, ৪ জানুয়ারি: রাজধানীর চকবাজার ইসলামবাগ ঈদগাহ ময়দানে সালিশি বৈঠকে বোমা হামলায় এক কৃষকলীগ নেতা নিহত হয়েছেন৷ আহত হয়েছে আরো বেশ ক’জন৷ রোববার পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে৷ ওই বৈঠকে পুরান ঢাকার ৭নং আসনের সংসদ সদস্য হাজী সেলিম উপস্থিত ছিলেন৷

বোমা হামলায় নিহত ইদ্রিসুর রহমান (২৬) লালবাগ ২৪নং ওয়ার্ড কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক৷ তিনি লালবাগের শহীদনগরের আবদুল মান্নানের ছেলে৷ আহতরা হলেন- মিজানুর রহামন, মজিবুর রহমান, মিজান, নুরুজ্জামান, মনির, মুসলিমসহ আরো কয়েকজন৷চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মোকসেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷

নিহত ইদ্রিসের দুলাভাই আবদুর রব জানান, মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল আনা হলে দায়িত্বরত চিকিত্‍সক মৃত বলে ঘোষণা করেন৷আহতদের দ্রুত ঢামেক নেওয়া হয়৷ঢামেকের ভারপ্রাপ্ত ক্যাম্প পুলিশ ইনচার্জ মো. সেন্টু হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন৷আহত মনির হোসেন বলেন, প্যান্ডেলের ভিতরে হাজি সেলিম অবস্থান করছিলেন৷ প্যান্ডেলের বাইরে বোমার বিষ্ফোরণ ঘটে৷

এ বিষয়ে লালবাগজোনের ডিসি মফিজউদ্দিন আহমেদ বলেন, সংবাদের প্রেক্ষিতে আমি এখন ঘটনাস্থলে রয়েছি৷ আমি জেনেছি, সালিশ বৈঠকে হাজি সেলিম উপস্থিত ছিলেন৷ তবে তিনি অক্ষত রয়েছেন৷ একটি কারখানা নিয়ে বিরোধের জের ধরে ওই সালিশ চলছিল৷ এর মধ্যে এক পক্ষ বোমা হামলা চালালে ইদ্রিস নিহত হন বলে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন৷

হামলায় আহত ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা মোজাম্মেল জানান৷দশম সংসদ নির্বাচনের বছরপূর্তির দিন সোমবার বিএনপি-আওয়ামী লীগ পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণা দেওয়ায় উত্তেজনার মধ্যেরোববার ঢাকায় দুটি বাসে আগুন দেওয়া হয়েছে৷রাজনৈতিক উত্তাপের কারণে ঢাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ৷ এর মধ্যেই পুরান ঢাকায় ওই সালিশ চলছিল, যাতে হাজার খানেক মানুষ উপস্থিত ছিল বলে স্থানীয়রা জানায়৷