Thakurgaon A.lig Rally Pic

দৈনিকবার্তা-ঠাকুরগাঁও, ৫ জানুয়ারি: ৫ই জানুয়ারী গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন উপলৰে ঠাকুরগাঁওয়ে র্যালি করেছে জেলা আওয়ামী লীগ৷ আজ সোমবার দুপুর ১২টায় জেলা আওয়ামী লীগ কাযর্ালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়৷ র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদৰিণ করে এবং পূর্বের জায়গায় গিয়ে শেষ হয়৷র্যালিতে আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়৷পরে জেলা আওয়ামী লীগ কাযর্ালয়ের সামনে এক সভা অনুষ্ঠিত হয়৷ এখানে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক সাদেক কুরাইশী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরম্ননাংশু দত্ত টিটো, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ আপেল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জীতেন্দ্র নাথ প্রমুখ৷