1420460184

দৈনিকবার্তা-ঢাকা, ৫ জানুয়ারি: মন্ত্রিসভায় সোমবার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান এ্যাক্ট-২০১৫ এর খসড়া অনুমোদন করেছে৷ উন্নয়ন বিষয়ে গবেষণার ক্ষেত্রে সাংগঠনিক কর্মকা- জোরদার করাই এই আইনের উদ্দেশ্য৷প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়৷মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররফ হোসেন বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, মন্ত্রিসভা আইন মন্ত্রণালয়ের ভেটিং সাপেৰে খসড়াটির অনুমোদন দিয়েছে৷ তিনি বলেন, এটি মূলতঃ বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) এ্যাক্ট-১৯৭৪ এর আপডেটেড বাংলা ভার্সন৷ তিনি আরো বলেন, নতুন আইনে বিগত দিনের সকল সংশোধনী ও অধ্যাদেশ সনি্নবেশিত হবে৷

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশনার আলোকে আইনটি বাংলায় করা হয়েছে৷ আদালত ১৯৭৫ থেকে ১৯৯০ সাল পর্যনত্ম দু’টি সামরিক সরকারের সময়ে প্রণীত সকল আইন ও অধ্যাদেশ বাতিল করে দিয়েছে৷বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) একটি স্বায়ত্তশাসিত পাবলিক মাল্টি ডিসিপিস্ননারি অর্গানাইজেশন৷ বাংলাদেশ এবং অন্যান্য উন্নয়নশীল দেশসমূহের জন্য উন্নয়ন ইসু্যতে নীতি নির্ধারনী গবেষণা পরিচালনা করে৷

মন্ত্রিসভার বৈঠকে গত ২৫ থেকে ২৮ নভেম্বর ইসত্মাম্বুলে অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থার অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার বৈঠকে বাণিজ্য মন্ত্রীর অংশগ্রহণ সম্পর্কে অবহিত করা হয়৷বৈঠকে গত ২৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যনত্ম ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া ও প্রশানত্ম মহাসাগরীয় অঞ্চলে সিভিল রেজিস্ট্রেশন এন্ড ভাইটাল স্ট্যাটিস্টিক সংক্রানত্ম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে পরিকল্পনা মন্ত্রীর নেতৃত্বাধীন বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণ সম্পর্কিত অপর একটি প্রতিবেদন পেশ করা হয়৷

এদিকে, নির্বাচনের বর্ষপূর্তির দিন বিগত দিনের কাজের মূল্যায়ন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এক বছরে আমরা ভাল কাজ করেছি, আগামীতে আরো ভাল করব৷ এজন্য সহকর্মীদের নির্দেশনাও দিয়েছেন শেখ হাসিনা৷পাশাপাশি প্রধানমন্ত্রী ইংরেজি নববর্ষে অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভায় মন্ত্রিপরিষদ সদস্যদের নতুন বছরের শুভেচ্ছাও জানিয়েছেন৷ সোমবার সকাল ১১টার কিছু আগে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়৷ প্রধানমন্ত্রী সভায় সভাপতিত্ব করেন৷

প্রায় এক ঘন্টা বৈঠক শেষে বেলা ১২টায় সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা৷

নির্বাচনের বর্ষপূর্তি নিয়ে প্রধানমন্ত্রী কোনো বক্তব্য দিয়েছেন কি না- আনুষ্ঠানিকভাবে মন্ত্রিপরিষদ সচিব তা না জানালেও বৈঠকে অংশ নেওয়া একজন সদস্য বলেন,বৈঠকে প্রধানমন্ত্রী হ্যাপি নিউ ইয়ার জানিয়েছেন৷প্রধানমন্ত্রী বলেছেন, এক বছর ভাল করেছি, আগামীতে আরো ভাল করে কাজ করব৷ সবাইকে তিনি ভাল করে কাজ করতেও বলেছেন৷

গত বছরের ৫ জানুয়ারি বিএনপিহীন দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিনটিতে বিএনপি গণতন্ত্র হত্যা দিবস এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ গণতন্ত্র রক্ষা দিবস হিসেবে পালনে কর্মসূচি ঘোষণা করে৷
এরই মধ্যে গুলশান কার্যালয়ে কঠোর নিরাপত্তাবেষ্টনীতে আটকা পড়েছেন খালেদা জিয়া৷ ঢাকাসহ সারা দেশে সোমবার বিএনপির সমাবেশ কর্মসূচি রয়েছে৷একই দিন ক্ষমতাসীন আওয়ামী লীগ রাজধানীর বিভিন্ন পয়েন্টে শক্ত অবস্থান নিয়েছে৷আর ঢাকা মহানগর পুলিশ রাজধানীতে সব ধরণের সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে৷ তবে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চলছে৷

এসব বিষয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়েছি কি না- জানতে চাইলে ওই সদস্য বলেন, ২/৩ জন সিনিয়র সদস্য প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন৷ তবে কী নিয়ে আলোচনা হয়েছে তা শুনিনি৷মন্ত্রিসভার ওই সদস্য বলেন, প্রধানমন্ত্রী রিলাঙ্ মুডে ছিলেন৷ নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে তিনি (প্রধানমন্ত্রী) সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, সেটাও বলেছেন৷

খালেদা জিয়া দুপুরের পর বের হওয়ার চেষ্টা করবেন বলে খবর আসলেও সচিবালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেন, তার কোথাও যেতে বাধা নেই৷ যত দিন প্রয়োজন ততদিন তার (খালেদা জিয়া) নিরাপত্তা দেওয়া হবে৷জামায়াতে ইসলামীর কিছু লোক খালেদা জিয়াকে হত্যা করবে, লন্ডনে এমন গুজব নিয়ে মন্ত্রিসভায় আলোচনা’র বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এক সাংবাদিকের প্রশ্নে বলেন, জামায়াত কেন হত্যা করবে, এটা আমার জানা নেই, যারা বলেছেন তারাই ভাল বলতে পারবেন৷

আওয়ামী লীগ-বিএনপির কর্মসূচি ও পুলিশের নিষেধাজ্ঞার মধ্যে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়৷ তবে সচিবালয়ের কর্মকাণ্ডে কোনো প্রভাব ফেলেনি৷