timthumb.php

দৈনিকবার্তা-ঢাকা, ৫ জানুয়ারি: সরকারযতদিন প্রয়োজনমনে করবে ততদিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা বেষ্টনি বহাল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল৷সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান৷

খালেদা জিয়া আটক নন উল্লেখ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, খালেদ জিয়ার নিরাপত্তা ঝুঁকি বিশ্লেষণ করে সরকার যতদিন তার নিরাপত্তা বহাল রাখা প্রয়োজন বলে মনে করবে ততদিন তার নিরাপত্তা বহাল থাকবে৷নিরাপত্তা চেয়ে এর আগে খালেদা জিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন৷ এ কারণেই তাকে সরকারের পক্ষ থেকে নিরাপত্তা দেয়া হচ্ছে বলেও দাবি করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী৷

ঢাকায় সব ধরনের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আগে থেকেই ৫ জানুয়ারি গণতন্ত্র রক্ষা দিবস পালনের ঘোষণা দিয়েছিল৷ কিন্তু একইদিন দিন বিএনপি নেত্রী সভা-সমাবেশ করার ঘোষণা দেয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ঢাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷

সোমবার নিজের কার্যালয়ে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, নিরাপত্তার খাতিরেই তো তাকে এভাবে রাখা হয়েছে৷ পুলিশ যদি মনে করে তিনি নিরাপদ, তাহলে তিনি বাসায় কিংবা নয়া পল্টনের কার্যালয়ে যেতে পারেন৷ তবে তিনি নিরাপদ কিনা সেটি পুলিশ বিবেচনা করবে৷দশম সংসদ নির্বাচনের প্রথম বছরপূর্তির দিনে কর্মসূচি ঘোষণার পর শনিবার বিকাল থেকেই নিজের গুলশানের কার্যালয়ে পুলিশের ঘেরাওয়ের মধ্যে আটকে আছেন খালেদা জিয়া৷ সোমবার দুপুরে তার বের হওয়ার কথা থাকলেও ওই কার্যালয়ের ফটকে বাইরে থেকে তালা লাগিয়ে দিয়েছে পুলিশ৷

ইট ও বালুভর্তি ডজনখানেক ট্রাক আড়াআড়ি রেখে কার্যারলয়ের সামনের রাস্তা আটকে দেওয়া হয়েছে৷ জলকামান, সাঁজোয়া যান, পিকআপ আর ভ্যান নিয়ে সেখানে দুইদিন ধরে অবস্থান করছে বিপুল সংখ্যক পুলিশ৷৫ জানুয়ারি ঢাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে পুলিশ বলেছে, বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ নিয়েছে তারা৷

তবে নিষেধাজ্ঞার মধ্যেও রাজধানীর রাস্তায় রাস্তায় সরকার সমর্থকদের অবস্থান নিয়ে মিছিলের খবর পাওয়া গেছে৷ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সরকারের বর্ষপূর্তিতে বিভিন্ন ব্যানার- ফেস্টুন নিয়ে মিছিল করতে দেখা গেছে আওয়ামী লীগ এবং বিভিন্ন সহযোগী সংগঠনকে৷নিষেধাজ্ঞার মধ্যে এ ধরনের কর্মকাণ্ডে আইনের ব্যত্যয় হচ্ছে কিনা জানতে চাইলে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আমার জানা মতে এমনটা ঘটেনি৷ তারপরও আমি খবর নিয়ে দেখব, কেউ যদি রাস্তায় থাকে তাহলে তাদের সরে যেতে বলব৷