ICC

দৈনিকবার্তা-ঢাকা, ৬ জানুয়ারি: আনত্মর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) সোমবার বলেছে, গত গ্রীষ্মে গাজা যুদ্ধকালে যেসব অপরাধ সংঘটিত হয়েছে তা তদনত্মে আইসিসি’র বিচারিক এক্তিয়ারের আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ফিলিসত্মিন কর্তৃপক্ষ৷তবে এ স্বীকৃতির ফলে আদালত আপনা থেকেই যে অপরাধ তদনত্ম শুরু করতে পারবে তা নয়, এটি কেবল গত বছরের ১৩ জুন গাজা যুদ্ধ শুরুর পর সংঘটিত অপরাধসমূহের খুঁটিনাটি দিকের পরীক্ষা করতে পারবে৷

হেগ ভিত্তিক এ আদালতে যোগ দিতে ফিলিসত্মিনিরা আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে৷ এর ফলে তারা দখলকৃত অঞ্চলে ইসরাইলী কর্মকর্তাদের যুদ্ধাপরাধের বিরম্নদ্ধে মামলা করতে পারবে৷ কিন্তু এ উদ্যোগে ভীষণ ক্ষুব্ধ হয়েছে ইসরাইল৷আইসিসি’র এক বিবৃতিতে বলা হয়, চলতি বছরের পহেলা জানুয়ারি আইসিসি’র রেজিস্ট্রার হারামান ভোন হেবেল একটি ডকুমেন্ট গ্রহণ করেন৷ তাতে ফিলিসত্মিনী কর্তৃপক্ষের আইসিসি’র বিচারিক এক্তিয়ারের স্বীকৃতির উল্লেখ ছিল৷

তবে আদালত বলছে, ফিলিসত্মিন আইসিসি’র বিচারিক এক্তিয়ারের স্বীকৃতি দিলেও আদালত আপনা থেকেই তদনত্ম কাজ শুরু করতে পারবে না৷ কারণ এ আদালতের প্রতিষ্ঠাকালীন চুক্তি রোম বিধির সঙ্গে এর বিচারিক এক্তিয়ারের পার্থক্য রয়েছে৷ফিলিসত্মিনের পূর্ণ রাষ্ট্রের স্বীকৃতি বিষয়ক প্রসত্মাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পাসে ব্যর্থ হওয়ার পর দেশটির নেতা মাহমুদ আব্বাস আইসিসিতে যোগ দেয়ার অনুরোধে স্বাক্ষর করেন৷এদিকে যুক্তরাষ্ট্র আইসিসি’র এ উদ্যোগকে হিতে বিপরীত হিসেবে উল্লেখ করেছে৷