মাহবুব-উল-আলম হানিফ এম পি

দৈনিকবার্তা-ঢাকা, ৬ জানুয়ারি:  আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এম পি বলেছেন, জাতীয় প্রেসক্লাব ফেরারি আসামী ও সন্ত্রাসীদের জায়গা হতে পারে না৷তিনি সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিএনপির অবরোধ কর্মসূচির প্রতিবাদে আয়োজিত আওয়ামী লীগের অবস্থান কর্মসূচিতে বক্তৃতা দিচিছলেন ৷বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরম্নল ইসলাম আলমগীরের জাতীয়প্রেসক্লাবে অবস্থাননেয়ার তিনি সমালোচনা করেন৷এ সময় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এম পি, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, খাদ্যমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট কামরম্নল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন৷ মাহবুব-উল-আলম হানিফ বলেন,প্রেসক্লাব সাংবাদিকদের দপ্তর,সন্ত্রাসীদের রাতযাপনের যায়গা নয়৷ মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী৷ আইনের প্রতি শ্রদ্ধা রেখে সাংবাদিকদের উচিত তাকে আইনের হাতে সোপর্দ করা উচিত৷হানিফ বলেন বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নিজের স্বার্থে ও নিজের ষড়যন্ত্র বাসত্মবায়ন করতে অবরোধ কর্মসূচি দিয়েছেন৷ দেশের মানুষ এই কর্মসূচি প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে তিনি জনগণকে ধন্যবাদ জানান৷