57798_mah

দৈনিকবার্তা-ঢাকা, ৬ জানুয়ারি: হাইকোর্ট এলাকায় হত্যাচেষ্টা, পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনসহ বিএনপি-জামাতপন্থী দুই শতাধিক আইনজীবীর বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা করা হয়েছে৷

শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, আসামিদের মধ্যে খন্দকার মাহবুব হোসেন ছাড়া ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, সানাউল্লাহ মিয়া, তাজুল ইসলাম, ওসমান, ফাহিমা নাসরিন মুন্নী ও রিমা আক্তারের নাম উল্লেখ করা হয়েছে৷এছাড়া আরো দুই থেকে আড়াইশ অজ্ঞাত পরিচয় আইনজীবীকে আসামি করা হয়েছে৷

80160_63790

সোমবার হাইকোর্ট এলাকায় বিচারপতির গাড়ি ভাঙচুর, কনস্টেবল মোস্তাফিজুর রহমান ও হাইকোর্ট দ্বাররক্ষীকে পিটিয়ে আহত করা এবং পুলিশের ওপর হামলার ঘটনায় এ মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷বাবুপুরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মাহবুবুল আলম রাতে এ মামলা করেন৷এছাড়া পল্টন থানায় আরো দুটি মামলা করা হয়েছে৷

এদের বাইরে আরো দুই থেকে আড়াইশ অজ্ঞাত পরিচয় আইনজীবীকে আসামি করা হয়েছে বলে শাহবাগ থানার এসআই আলতাফ হোসেন জানিয়েছেন৷তিনি বলেন, সোমবার হাই কোর্ট এলাকায় বিচারপতির গাড়ি ভাংচুর, কনস্টেবল মোস্তাফিজুর রহমান ও হাই কোর্টের দ্বাররক্ষী আলমগীরকে পিটিয়ে আহত এবং পুলিশের ওপর হামলার ঘটনায় এ মামলা হয়েছে৷বাবুপুরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মাহবুবুল আলম রাতে এ মামলা করেন বলে জানান তিনি৷

৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিনে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যে রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ৷এদিকে নিজের রাজনৈতিক কার্যালয়ে দুদিন আগে থেকে অবরুদ্ধ হয়ে পড়েন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া৷

এরইমধ্যে সোমবার বেলা ১২টার দিকে কালো পতাকা নিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে মিছিল বের করেন বিএনপি সমর্থক আইনজীবীরা৷ মিছিলে বাঁশ ও লাঠিকে পতাকার স্ট্যান্ড হিসাবে ব্যবহার করতে দেখা যায়৷মিছিলটি সুপ্রিম কোর্টের মাজার ফটক ঘুরে বার ভবনের সামনের দিকে যেতে চাইলে পুলিশ গেইট লাগিয়ে দেওয়ার চেষ্টা করে৷ এ সময় মিছিল থেকে হামলা চালানো হলে কনস্টেবল মোস্তাফিজুর রহমান আহত হন৷মাথায় আঘাতপ্রাপ্ত এই পুলিশ সদস্য বর্তমানে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি আছেন বলে শাহবাগ থানার এসআই আলতাফ জানিয়েছেন৷

তিনি বলেন, বিএনপি নেতৃত্বাধীন জোটের সমর্থক আইনজীবীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল, পুলিশের কাজে বাধা, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাংচুরের অভিযোগ আনা হয়েছে৷ তাদের ছোড়া ইটের আঘাতে বিচারপতি ফরিদউদ্দিনের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি৷