2015-01-07_0_286993

দৈনিকবার্তা-ঢাকা, ৭ জানুয়ারি: শিক্ষা ও গবেষণার উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আজ একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে৷ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যৰ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন এবং ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জেমস কে. ডবি্লউ. লি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন৷

উপাচার্য দফতরে আয়োজিত এই চুক্তি স্বাৰর অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. এসএম ইমামুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান, ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক মাত মংকহাউজ এবং সিনিয়র কান্ট্রি ম্যানেজার তানভীর শহীদ উপস’িত ছিলেন৷

এই সমঝোতা স্মারকের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারী বিনিময় ও একাডেমিক তথ্য-উপাত্ত আদান-প্রদান করবে৷এছাড়া, দু’প্রতিষ্ঠান যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা এবং সেমিনার, সম্মেলন ও একাডেমিক সভার আয়োজন করবে৷