gp

দৈনিকবার্তা-ঢাকা, ৭ জানুয়ারি: নতুন বছর উদযাপন উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ সেবার অফার নিয়ে এলো মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন৷বিশেষ অফারের আওতায় গ্রাহকরা ০১ জানুয়ারি থেকে ওয়েলকাম টিউনস, ব্রেকিং নিউজ, খেলাধুলার অ্যালার্ট, ধর্ম সংক্রান্ত সেবা এবং স্বাস্থ্য টীকা সমর্্পকে জানতে পারছেন৷

বুধবার গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ জানুয়ারি থেকে গ্রামীণফোনের পাঁচটি প্রধান ভ্যালু অ্যাডেড সেবা – ওয়েলকাম টিউনস, ব্রেকিং নিউজ, খেলার অ্যালার্ট, ধর্ম সংক্রান্ত সার্ভিস এবং স্বাস্থ্য টীকা সেবার প্রতিটি দিনে মাত্র ১ টাকায় পাওয়া যাবে৷এই অফারের আওতায় গ্রাহকেরা উপরে উল্লেখিত সেবা প্রতি যত এসএমএস-ই পান না কেন সারাদিনে কেবল ১ টাকাই চার্জ করা হবে৷

আর এ সেবা পেতে গ্রামীণফোন গ্রাহকদের *৩২১# ডায়াল করে তাদের পছন্দসই ভ্যাসটি নির্ধারণ করতে হবে৷এই অফারটি সম্পর্কে হেড অফ গ্রামীণফোন প্রোডাক্টস হাসিবুল হক বলেন, বাংলাদেশে এই প্রথম ৩২১ এর মত সেবা চালু করতে পেরে আমরা আনন্দিত৷ গ্রাহকদের কথা মাথায় রেখেই এই সেবাটি চালু করা হয়েছে, এজন্য আমরা আশা করছি এটা গ্রাহক সমাদর পাবে৷ এরকম আরো অভিনব সেবা নিয়ে আসার প্রচেষ্টা আমাদের সবসময় থাকবে৷

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই নম্বরে ডায়াল করে গ্রাহকরা এই সেবা নিষি্ক্রয় করতে পারবেন৷ উল্লেখিত সেবাগুলো যেসব গ্রাহক ইতোমধ্যে ব্যবহার করছেন তারা স্বয়ংক্রিয়ভাবে দিন প্রতি ১ টাকা এর আওতায় চলে আসবেন (ভ্যাট প্রযোজ্য)৷এর আগে দিন প্রতি একাধিকবার প্রতি এসএমএস এর জন্য ২ টাকা চার্জ করা হত গ্রামীণফোন গ্রাহকদের৷ টেলিনর গ্রুপের গ্রামীণফোন ৫ কোটি গ্রাহক নিয়ে বাংলাদেশের নেতৃস্থানীয় টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান৷